রিয়েলমি c55 বাংলাদেশ প্রাইস, আসসালামুআলাইকুম, প্রিয় পাঠক-পাঠিকা। আশাকরি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের রিয়েল মি C55 বাংলাদেশ প্রাইস কত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি আলোচনা করব রিয়েল মি C55 ফোনটি আসলে কেমন? এবং কোথা থেকে কিনবেন? তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পোষ্টে চলে যাওয়া যাক।
রিয়েলমি c55 বাংলাদেশ প্রাইস | realme c55 8/256GB price in bangladesh
রিয়েল মি C55 এর অফিশিয়াল দাম ১৮,৯৯৯ টাকা (৬/১২৮) আর (৮/২৫৬) এর দাম ২২,৯৯৯ টাকা। এই ফোনের মডেল C55,RMX3710, এই ফোনটি 2023 সালে মার্চ মাসে রিলিজ হয়েছিল। রিয়েল মি C55 দুইটি ভেরিয়েন্ট আছে প্রথমটি ৬/১২৮ GB এবং দ্বিতীয়টি ৮/২৫৬ GB
realme c55 ৬/১২৮ এর দাম অনেক কম আপনারা চাইলে এই মডেলটি নিতে পারেন। আর যাদের একটু টাকা পয়সা বেশি আছে তারা চাইলে ৮/২৫৬ ভেরিয়েন্টের মডেলটি নিতে পারেন।
রিয়েল মি C55 এর সমস্ত ফিচার
➡ realme c55 এই ফোন টি সর্বপ্রথম রিলিজ হয়েছিল মার্চ মাসে ২০২৩ সালে।
➡ নেটওয়ার্ক টাইপঃ GSM / HSPA / LTE ✅
✔ network 2G
✔ network 3G
✔ network 4G
➡ স্পিড : HSPA, LTE-A ✅
➡ EDGE : হ্যাঁ ✅
➡ GPRS : হ্যাঁ ✅
Display/ ডিসপ্লে
➡ realme c55 এই মোবাইলটির মধ্যে রয়েছে IPS LCD, 90Hz, 680 nits (peak) ডিসপ্লে
➡ এই মোবাইলের ডিসপ্লের সাইজ হলো 6.72 inches, 109.0 cm2 (~86.7% screen-to-body ratio)
➡ ডিসপ্লের রেজুলেশন হলো 1080 x 2400 pixels, 20:9 ratio.
➡ ডিসপ্লের realme c55 এই ফোনের ডিসপ্লের ঘনত্ব 332ppi
কর্মক্ষমতা:
➡ realme এই ফোনটির এন্ড্রয়েড OS ভার্সন হল Android 13
➡ ইউজার ইন্টারফেস হলো Realme UI 4.0
➡ চিপসেট হিসেবে রয়েছে Mediatek Helio G88 (12nm)
➡ সিপিইউ হিসেবে রয়েছে Octa-core (2×2.0 GHz Cortex-A75 & 6×1.8 GHz Cortex-A55)
➡ GPU Mali-G52 MC2
Memory/ মেমোরি
➡ ইন্টার্নাল মেমোরি ১২৮GB ও ১২৮GB
➡ এক্সটার্নাল মেমোরি microSDXC (dedicated slot)
➡ র্যাম 6 GB, 8 GB
Camera/ ক্যামেরাঃ
➡ এই ফোনে মোটমাট দুইটি ক্যামেরা থাকবে সামনে এবং পিছনে।
➡ ক্যামেরা ফিচারস LED Flash, Panorama, HDR
➡ সামনের ক্যামেরা Dual: 64 MP, (wide) 2 MP, (depth)
➡ পিছনের ক্যামেরা 8 MP
➡ ভিডিও 1080p@30/60fps
Connectivity/ সংযোগ
➡ ওয়াইফাই Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band
➡ ব্লুটুথ 5.2, A2DP, LE
➡ ইউএসবি USB Type-C 2.0
➡ জিপিএস Yes with a GPS
➡ এফএম রেডিও নাই
➡ সেন্সর (Fingerprint (side-mounted), accelerometer, proximity, compass)
➡ মেসেজিং হ্যাঁ
Battery/ ব্যাটারি
➡ ব্যাটারি 5000 mAh
➡ এই ফোনের ব্যাটারি তে রয়েছে non-removable Li-Po Battery
➡ 33 ওয়ার্ড এর চার্জার রয়েছে 50% চার্জ হবে মাত্র 30 মিনিটে।
এই ফোনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর বডির কালারটা যখন রোদে যাবেন তখন জ্বলজ্বল করবে। আবার যখন বৃষ্টির রাতে এটি অনেক বেশি ঝিকমিক আলোয় আলোকিত হবে।
Realme C55 মোবাইলটির সুবিধাঃ
☑ দেখতে সুন্দর ও ভালো
☑ ফোনটি অনেক স্মুথ এবং ফ্রেশ
☑ হাতের মধ্যে অনেক সুন্দর খাপ খায় এবং কম্ফোর্টেবল ফিল করা যায়।
☑ ৯০ হর্জের রিফ্রেশ রেট আছে পাশাপাশি 6.72 ইঞ্চি ডিসপ্লে রয়েছে।
☑ ফোনের মধ্যে প্রেসার দিলে কোনরকম লেট করেনা।
☑ হিটিং ইস্যু নেই বললেই চলে
☑ গেমিং প্রসেসর রয়েছে যারা গেম খেলে তাদের জন্য অনেক ভালো একটি মোবাইল।
Realme C55 মোবাইলটির অসুবিধাঃ
✖ ফোনটির সামনের ক্যামেরা তে ভালো কোয়ালিটির ভিডিও রেজুলেশন দেওনি।
✖ দামটা মোটামুটি বেশি
✖ কিছু কিছু ফিচারস কম রয়েছে।
✖ ৫-জি নেই
✖ পারফরম্যান্স আরো অনেক বেটার হতে পারত
✖ পেছনের ক্যামেরাটা অনেক বড়।
✖ বডি স্ট্রাকচার ততটা ভালো নয়।
রিয়েলমি c55 ফোনটি কেমন?
ফোনটি সবদিক দিয়েই অনেক ভালো। ফিচারস একটু কম রয়েছে। বাট যেই যেই ফিচারগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু কম নয়। দামটা মোটামুটি লেভেলের। তবে আরেকটু কম হলে ভালো হতো। ফোনটির ২ টি কালার আছে। গোল্ডেন কালার ও কালো কালার।
যাদের মোটামুটি লেভেলের একটি বাজেট রয়েছে চাইলে আপনি এই ফোনটি নিতে পারেন। ফোনটি একদম লেটেস্ট ভার্সনের। আর যারা গেমিং করেন তাদের জন্য এই ফোনটি বেস্ট। কারণ এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও G88 (12nm) এর চিপসেট। যা আপনার গেমিং এক্সপেরিয়েন্স কে দারুন বানাবে।
রিয়েলমি c55 কোন জায়গা থেকে নিব?
আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে এই ফোনটি আমরা কোন জায়গা থেকে নিব? লোকাল মার্কেট? নাকি শোরুম থেকে? সব সময় যেই ফোনে নিবেন না কেন অফিশিয়াল শোরুম থেকে নেওয়ার চেষ্টা করবেন। কারণ অফিশিয়াল শোরুম থেকে নিলে অনেক বেনিফিট পাবেন।
আপনি আর যদি আনঅফিসিয়ালি কেনেন সেক্ষেত্রে সেই সুযোগ সুবিধাগুলো হারাবেন। সেজন্য রিয়েল মি ফোন যদি নিতে চান, তাহলে রিয়েল মির নিকটস্থ শোরুমে গিয়ে নিতে পারেন।
Realme ভালো গেমিং ফোন কোনটি?
অনেকেই realme র ভালো গেমিং ফোন কোনটি এটা জানেন না। তাদের জন্য বলছি রিয়েল মি সবচেয়ে ভালো গেমিং ফোন হচ্ছে realme c55। কারন এই ফোনটিতে রয়েছে Mediatek Hellio G88 (12nm) গেমিং প্রসেসর। এই প্রসেসরের মাধ্যমে গেম প্লে অনেক সুন্দর ও স্মুথ হবে।
রিয়েল মি C55 ফোনটির পারফরম্যান্স কেমন?
realme C55 ফোনটির পারফরম্যান্স অত্যন্ত ভালো। কারণ এই ফোনটিতে রয়েছে অনেক ভালো চিপসেট। ওভারঅল সবকিছু ঠিকঠাক রয়েছে। ফোনের ডিজাইন অনেক সুন্দর। ফোনটি অনেক টেকসই ও মজবুত। সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি করা নয় ম্যাটারিয়ালও রয়েছে। ক্যামেরা অনেক হাই কোয়ালিটির।
পাশাপাশি ফোনটির ডিসপ্লে অনেক বড় এবং সুপার ইমুলেট ডিসপ্লে যা ভিডিও দেখতে অনেক সুন্দর লাগবে। পাশাপাশি এখানে HD+ ভিডিও রেজুলেশন রয়েছে। তাই মিডিয়াম বাজেটের অথবা একটু হাই বাজেট যাদের রয়েছে, তারা কিন্তু চাইলে এই গেমিং ফোনটি নিয়ে নিতে পারেন। কারণ ফোনটি অনেক ভালো এবং সুন্দর একটি ফোন।
শেষ কথাঃ
রিয়েলমি c55 বাংলাদেশ প্রাইস, সম্পর্কে আশাকরি একটি ভাল রকমের ধারণা আপনাদের চলে এসেছে। এরপরেও যদি আপনাদের কোন রকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর আমি আপনাদের জানার সুবিধার্থে উপরে একটি ভিডিও দিয়ে রেখেছি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন বিস্তারিত সবকিছু জেনে যাবে রিয়েল মি C55 সম্পর্কে।