Close Menu
    Facebook X (Twitter) Instagram
    BDitbari
    Facebook X (Twitter) Instagram
    Button
    • Home
    • Technology
    • Mobiles
    • Foods
    • Govt Misc
    • Islam
    • Educations
    • Gold Price
    BDitbari
    Home - অন্যান্য পণ্য - খাটের ডিজাইন ছবি 2023 দাম | খাটের ছবি ও দাম
    অন্যান্য পণ্য

    খাটের ডিজাইন ছবি 2023 দাম | খাটের ছবি ও দাম

    Monir HossainBy Monir HossainMay 17, 20231 Comment5 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    খাটের ডিজাইন ছবি 2023 দাম, আসসালামুআলাইকুম প্রিয় পাঠক-পাঠিকা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে খাটের ছবি ও দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অনেকেই নতুন খাট কিনতে চান, কিন্তু কোন খাটের কেমন দাম? পাশাপাশি কোনটি সবচেয়ে ভালো? কাঠের খাটের দাম এ সম্পর্কে গুগলে সার্চ করেন। কিন্তু সঠিক তথ্য না পাওয়ায় হতাশ প্রায়। কোন চিন্তা নেই, আমি আপনাদেরকে খাটের এটু-জেড দাম সম্পর্কে জানিয়ে দিব। 


    তাই ধৈর্য্য সহকারে আজকের এই আর্টিকেলটি আপনি যদি পড়েন, তাহলে অন্য কোনো আরটিকেল আপনার পড়ার দরকার হবেনা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পোষ্টে চলে যাওয়া যাক।

    Table of Contents

    Toggle
    • আরও পড়ুনঃ
    • খাটের দাম কত ২০২৩
    • কাঠের খাটের দাম
    • মেহগনি কাঠের খাটের দাম
    • সেগুন কাঠের খাটের দাম কত
    • মালয়েশিয়ান কাঠের খাটের দাম
    • স্টীলের খাটের দাম
    • পারটেক্স খাটের দাম
    • অটবি খাটের দাম
    • রিগ্যাল ফার্নিচার খাট দাম
    • হাতিল ফার্নিচার খাট দাম
    • কোন খাট সবচেয়ে ভালো?

    আরও পড়ুনঃ

    • সোফা সেট প্রাইস ইন বাংলাদেশ | সোফা সেটের দাম
    • ই পাসপোর্ট চেক করার নিয়ম | ই পাসপোর্ট ফি কত?
    • ওয়ালটন ছোট ডিপ ফ্রিজের দাম ২০২৩ | ওয়ালটন ফ্রিজ দাম ২০২৩
    • হেডফোনের দাম কত ২০২৩ | ব্লুটুথ হেডফোন বাংলাদেশ প্রাইস ২০২৩

    খাটের দাম কত ২০২৩

    বর্তমানে বাংলাদেশে ২০২৩ সালে খাটের দাম সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকার উপরে খাট আছে। সম্পূর্ণ নির্ভর করবে আপনি কি রকম বাজেটের হাট নিবেন তার উপর আমি নিচে প্রত্যেকটি কোম্পানির খাটের দাম সম্পর্কে আলোচনা করব এবং খাটের ডিজাইন ছবি দেয়ার চেষ্টা করব। এতে করে আপনাদের সুবিধা হবে।

    কাঠের খাটের দাম

    কাঠের আকাশী খাটের দাম ৩৫ হাজার টাকা। এই খাটের সাইজ হল ৬ x ৭। সম্পূর্ণ কাঠের তৈরি। ৩০ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন। কোন রকম সার্ভিসিং করা লাগবেনা। ঘুনে ধরার সম্ভাবনা নেই। খাটটি দেখতে যতটা ভারী আসলে ততটা ভারী নয়। অনেক কনফোর্টেবল একটি খাট। যেকোনো জায়গায় এটি বসাতে পারবেন পাশাপাশি এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা অনেক সহজ।

    মেহগনি কাঠের খাটের দাম


    মেহেগুনি কাঠের খাটের দাম সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত রয়েছে। মেহেগুনি কাঠের যেগুলো আছে সেগুলো অনেক শক্ত এবং মজবুত হয়ে থাকে। সাধারণত সব মানুষেই পছন্দ করে। এই মেয়েগুলি কাঠের খাট।
    একটি মেহেগুনি খাট কিনলে আপনি আপনার সারা জীবন কাটিয়ে দিতে পারবেন এটি আশা করা যায়।

    অসাধারণ ডিজাইনের সাথে মেহেগুনি কাঠের খাট গুলো বানানো হয়। আর এই খাটগুলো কেনার জন্য আপনি যেকোন খাটের শোরুমে গেলেই মেহেগুনি কাঠের খাট পেয়ে যাবেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ মেহেগুনি কাঠের খাট বেশি পছন্দ করে। কারণ এই খাট অনেক শক্ত এবং মজবুত যেটা আমি আগেও বলেছি।

    এগুলো সাধারণত ৫ ফিট লম্বা হয়ে থাকে এছাড়াও আপনি ৬ ফিট ৭ ফিট এবং ৮ ফিটেরও বানিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার দাম বেশি পড়বে।

    সেগুন কাঠের খাটের দাম কত

    সেগুন কাঠের খাট এর দাম ৪৬০০০ টাকা। সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি। দেশের যেকোন শো-রুমে আপনি সেগুন কাঠের খাট পাবেন। কারণ সেগুন কাঠের খাট অনেক অনেক বেশি মজবুত ও টেকসই ও ভালো মানের হয়ে থাকে। সেগুন কাঠের খাট সবচেয়ে বেশি জনপ্রিয় বাংলাদেশের মানুষের কাছে। কারন চিটাগং সেগুন কাঠ দিয়ে যেই হাটগুলো বানানো হয় সেই খাটগুলো বেশ শক্ত মজবুত ও টেকসই, ঘুনে ধরে না, 

    ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা নেই, ফাটল ধরে না, রং ওঠে না ইত্যাদি ইত্যাদি অনেক সুবিধা রয়েছে। যে কারণে সেগুন কাঠের খাট গুলো মানুষ এত বেশি পছন্দ করে। তবে এই খাটের আপনি বিভিন্ন সাইজ অনুযায়ী কিনতে পারবেন। যেমন ধরেন আপনি যদি ৬ x ৭  ফিটের সেগুন কাঠের খাট নেন, তাহলে আপনার খাটটির দাম পড়বে ৪৬০০০ টাকা। আর যদি আপনি ৫ x ৭ সাইজের সেগুন কাঠের খাট নেন, তাহলে দাম পড়বে ৪০০০০-৪২০০০ টাকা।

    মালয়েশিয়ান কাঠের খাটের দাম

    ৬ ফিট বাই ৭ ফিট, মালয়েশিয়ান কাঠের খাটের দাম ১৯০০০ টাকা। এই খাটটি সম্পূর্ণ ইতালিয়ান পেইন্ট দ্বারা করা হয়েছে। সুন্দরভাবে পলিশ করা হয়েছে। অনায়াসেই তিনজন এই বেডে থাকা যাবে। ঘুনে ধরার কোন সম্ভাবনা নেই। প্রায় বিশ বছরের গ্যারান্টি দেওয়া রয়েছে। যেকোন যায়গায় এই খাট সরিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ খুলে আবার জয়েন করে নিতে পারবেন।

    স্টীলের খাটের দাম

    স্টিলের খাটের দাম বর্তমানে ৭ হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত রয়েছে। স্টিলের খাট যারা নিতে চান তাদের জন্য বলতেছি স্টিলের খাট গুলো বেশ ভালো হয়ে থাকে। আপনি চাইলে নিতে পারেন। কোনরকম সমস্যা ছাড়াই। কারণ স্টিলের খাটের ঘুণে ধরা বা কাঠ নষ্ট হওয়ার এরকম কোনো ঝামেলা থাকে না। স্টিলের খাট গুলোই বর্তমানে বেশি ব্যবহার করে বাংলাদেশের মানুষ ব্যবহার করে।

    কারণ এর দাম কিছুটা কম থাকার কারণে সবাই স্টিলের খাট গুলো ব্যবহার করে থাকে। তবে একেক কোম্পানি এক এক রকম দাম আপনার কাছে চাইবে। সেজন্য আপনাকে অবশ্যই দামাদামি করে নিতে হবে। তবে এভারেজ হিসাব করলেন দাম ৭ হাজার টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকার মধ্যেই পাবেন।

    পারটেক্স খাটের দাম

    পারটেক্স খাট এর দাম ১৩,০০০ টাকা। ৫/৬ ফুট অথবা ৬/৭ ফুট যদি নিতে চান, তাহলে আপনাকে গুনতে হবে ১৩ হাজার টাকা। এছাড়াও ছোট সিঙ্গেল পারটেক্স খাট এর দাম ৬ থেকে ৭ হাজার টাকা। যেটাতে একজন ঘুমানো যাবে। আর যদি ফ্যামিলি টাইপের খাট নিতে চান মানে এক খাটে তিনজন ঘুমানো যাবে এমন পারটেক্স খাটের দাম পড়বে ১৭ থেকে ১৮ হাজার টাকা।

    অটবি খাটের দাম

    এছাড়াও আরও অটবির অনেক খাট রয়েছে। আপনি চাইলে অটবির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অটবি খাটের দাম সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। আশা করছি আপনারা অটমিক হাটের ছবি ও দাম সম্পর্কে একটি আইডিয়া জেনারেট করতে পেরেছেন।

    রিগ্যাল ফার্নিচার খাট দাম


    রিগ্যাল ফার্নিচার খাট এর দাম সর্বনিম্ন ১৬ হাজার টাকা থেকে শুরু করে আপনি ৬০,০০০ টাকা পর্যন্ত পেয়ে যাবেন। খাটগুলো অনেক ভালো এবং পারটেক্সের তৈরি। এছাড়াও কাঠের তৈরি তাদের অনেক ভালো মানের প্রোডাক্ট রয়েছে। পাশাপাশি তারা স্টিলের খাট বিক্রি করে থাকে। রিগ্যাল ফার্নিচার এর অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন তাহলে রিগাল খাটের দাম সম্পর্কে আরও বেশী ভাল করে জানতে পারবেন।

    হাতিল ফার্নিচার খাট দাম


    হাতিল ফার্নিচার খাটের দাম সর্বনিম্ন ৫৫ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত দাম রয়েছে।
    আপনি হাতিলের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আরও ভালোভাবে বিস্তারিত জানতে পারবেন।

    কোন খাট সবচেয়ে ভালো?

    সবচেয়ে ভালো খাট হচ্ছে কাঠের খাট। কারণ কাঠের খাট গুলো অনেক দিন যাবত টেকসই হয়। একটা ভালো কাঠের খাট অন্তত 100 বছর পর্যন্ত টিকে। এছাড়াও আপনি স্টিলের খাটও নিতে পারেন। কারণ বর্তমানে স্টিলের খাটও অনেক দিন যাবত ব্যাবহার করা যায়।এছাড়াও আপনি পার্টেক্সের খাট নিতে পারেন। এটাও অনেক ভালো। তবে কেনার আগে অবশ্যই ভালো মানের যাচাই বাচাই করে কিনবেন।


    শেষ কথাঃ
    খাটের ছবি ও দাম, সম্পর্কে আশা করি ধারণা পেয়েছেন। এই ওয়েবসাইটের সকল তথ্য অন্যান্য ওয়েবসাইটের তথ্যের ওপর ভিত্তি করে পরিচালনা করা হয়। তাই আপনার যদি এই তথ্য সম্পর্কে কোনো রকম সন্দেহ থাকে তাহলে আপনি আপনার মুল্যবান মন্তব্য আমাদের কে জানাতে পারেন।


    আপনারা জন্য আরও

    • আজকের সরিষার বাজার দর | ঘানি ভাঙা সরিষার তেল দাম
    • স্টিলের আলমারি দাম | কাঠের আলমারি ডিজাইন ছবি
    • মেয়েদের স্কুল ব্যাগের দাম | স্কুল ব্যাগের দাম   
    • ফুটবল খেলার বুট জুতার দাম বাংলাদেশ | জুতার দাম বাংলাদেশ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleস্টিলের আলমারি দাম | কাঠের আলমারি ডিজাইন ছবি
    Next Article খাসির মাংস দাম ২০২৩ | আজকের খাসির মাংসের দাম ২০২৩
    Monir Hossain

    Related Posts

    কায়রো সিস্ট ক্যাপসুল এর কাজ কি,দাম ও খাওয়ার নিয়ম

    November 24, 2025

    সুবিধাবঞ্চিত শিশু শিক্ষায় সামিট গ্রুপের দীর্ঘমেয়াদী সহায়তা

    April 22, 2025

    ওয়ালটন ল্যাপটপ কিস্তিতে কেনার নিয়ম ২০২৫ – জেনে নিন

    April 22, 2025

    1 Comment

    1. মো কামাল উদ্দিন on September 15, 2023 4:39 pm

      ৬×৭ফুট সেগুন কাঠের খাট

      Reply
    Leave A Reply Cancel Reply

    Search
    BrandsView All
    • Samsung
    • Apple
    • Nokia
    • HTC
    • Sony
    • LG
    • Motorola
    • QMobile
    • Dell
    • Huawei
    • Oppo
    • Nikon
    • Xiaomi
    • Realme
    • Vivo
    Show More Brands
    Latest Posts

    Super88 and Slot Online Trends: A New Era of Gaming

    January 20, 2026

    Study karado.com: Location Tracker App Guide

    January 13, 2026

    Thoitranglv.com – Fashion, Beauty & Celeb Trends

    January 8, 2026

    In Which Country Was the Googly Invented?  Cricket History

    January 4, 2026

    Techyhittools org: Everything You Need to Know

    January 1, 2026
    Categories
    • Apps
    • Automobile
    • Business
    • Digital Marketing
    • Education
    • English Item
    • Fashion
    • Games
    • Gemas
    • Gold Price Bangladesh
    • Health
    • Jewelry
    • Law
    • Mobile Phones
    • News
    • others
    • Pet
    • Sports
    • Status & Quotes
    • Technology
    • Tips
    • অন্যান্য পণ্য
    • ইসলামিক
    • খাবার পণ্য
    • খেলাধুলা
    • জব সার্কুলার
    • প্রযুক্তিপণ্য
    • লেখাপড়া
    • সরকারি বিবিধ
    BDitbari. © Copyright 2023, All Rights Reserved
    • Privacy Policy
    • About Us
    • Contact Us
    • Terms And Condition

    Type above and press Enter to search. Press Esc to cancel.