রিমোট কন্ট্রোল বেকু গাড়ির দাম
রিমোট কন্ট্রোল বেকু গাড়ির দাম– বাচ্চাদের খেলনা গাড়ির দাম ২০২৩, আপনার বাচ্চারা রিমোট কন্ট্রোল বেকু গাড়ির জন্য অনেক আবদার করছে? রিমোট কন্ট্রোল বেকু গাড়ির দাম কত? এটা অনেকেই জানেন না তাদের জন্য আজকের এই পোস্ট।
এ পোস্টের মধ্যে বিস্তারিত আলোচনা করব রিমোট কন্ট্রোল বেকু গাড়ির দাম কত ২০২৩। এবং পাশাপাশি আপনি আরো জানতে পারবেন এ রিমোট কন্ট্রোল গাড়ি কতগুলো কোম্পানি আছে। আর কি কি মডেলের বেকু গাড়ি আপনি পাবেন।
আরো পড়ুনঃ
রিমোট কন্ট্রোল বেকু গাড়ির দাম ২০২৩
এই বেকু খেলনা গাড়ি অনেক ভালো এবং এটা রিমোট দিয়ে চালানো হয় এই খেলনা গাড়িতে ৫ টি চ্যানেল রিমোট কন্ট্রোল বিশিষ্ট সিমুলেশন ট্রাক্টর 4WB
এই বেকু টি সামনের দিকে এবং পিছনের দিকে এছাড়াও ডানে-বামে চারিদিকে ঘুরাতে পারবেন। গাড়িটিতে পুরো রিমোট কন্ট্রোল দিয়ে চালাতে পারবেন।
এই গাড়িটি বিশেষভাবে মটরাইজ করে বানানো হয়েছে। যা পুরোপুরি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন।
গাড়িটিতে আপনি তিন বছরের গ্যারান্টি ওয়ারেন্টিসহ পেয়ে যাবেন।
এই বেকু গাড়ির ব্যাটারি রিচার্জেবল রিমোট এরমধ্যে রয়েছে তিনটি ব্যাটারি।আর ব্যাটারি গুলো AA ব্যাটারির অন্তর্ভুক্ত না।
গাড়ির সাইজঃ ২৯ x ১৫ x ১২ সে.মি.।
প্যাকেজিং সাইজঃ ৩৩ x ২৫ x ১২.৮ সে.মি.।
মেটারিয়ালঃ এবিএস প্লাস্টিক।
গাড়ির ওজন ৭৫০ গ্রাম।
গাড়িটির দাম ১৬২০ টাকা।
কোম্পানির নামঃ Wheel Excavator.
এই খেলনা বেকু গাড়িটির অফিশিয়াল প্রাইস হল ১৬২০ টাকা। কিন্তু আপনি যদি লোকাল বাজারে কিনতে যান তাহলে অনেক কম দামে অনেক গাড়ি পাবেন। কিন্তু এই কোম্পানির মত কোন গাড়ি নাই। এটা অর্জিনাল চায়না প্রডাক্ট।
এছাড়াও আপনি বাজারে কমদামি অনেক লোড কন্ট্রোল বেকু গাড়ি যার দাম ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যে। কিন্তু সেগুলো বাংলাদেশি কম্পানি। আর ওই গাড়ি বেশি দিন টিকবে না।
তাই যদি কিনতে চান তাহলে একটু বেশি টাকা দিয়ে ভালো জিনিস নেন। এতে করে আপনারও টাকা বাঁচবে। এবং আপনার সন্তানও অনেকদিন খেলতে পারবে।
বাচ্চাদের খেলনা গাড়ির দাম ২০২৩
বাচ্চাদের খেলনা গাড়ির দাম ২০২৩। রিমোট কন্ট্রোল গাড়ি গুলোর দাম ৬০০ থেকে ৭০০ টাকার মধ্যে। এছাড়া বাচ্চাদের তিন চাকার মোটরসাইকেল গুলো ১৭ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে পাবেন। এবং একবারে ছোট মোটরসাইকেল গুলোর দাম ৪০০ থেকে ৬০০ টাকার মধ্যে পাবেন। আপনাদের সুবিধার্থে আমি নিচে একটি ভিডিও দিয়ে দিচ্ছি পারলেই ভিডিওটি দেখে নিবেন তাহলে সমস্ত খেলনার দাম একটি ভিডিওর মধ্যে পাবেন।
সাবধানতাঃ রিমোট কন্ট্রোল বেকু গাড়ির দাম ২০২৩
বাচ্চাদের খেলনা খেলতে গেলে আপনাকে যে বিষয়গুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে সেগুলো আমি এখন আলোচনা করব। প্রথমত আপনি যদি খেলনা কিনতে চান তাহলে অবশ্যই খেলাটিকে সেটা যেমনি খেলনা হোক আগে একবার দু’বার সেটাকে চালিয়ে দেখবেন। অথবা চারিদিকে ভাল করে দেখেশুনে ইউজ করে তারপর নেবে কারণ অনেক সময় দেখা যায় খেলনাগুলো নষ্ট হয়।
যার ফলে আপনি যদি সে খেলনা কিনা দেখে শুনে নিয়ে নেন পরে বাড়ি গিয়ে দেখবেন আপনার বাচ্চা আনন্দ পাওয়ার চেয়ে আরো বেশি কষ্ট পেয়েছে। তাই আমার অভিমত এই যে, আপনি রিমোট কন্ট্রোল বেকু গাড়ি কিনুন অথবা অন্য কোন খেলনা গাড়ি কিনুন না কেন কেনার আগে অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে কিনবেন। আর ভালো প্রোডাক্টের দাম একটু ভালো হয়। একটু লাভবান হওয়ার আশায় আপনার ছেলের অথবা মেয়ের আনন্দের হাসি টুকু কেড়ে নেবেন না।
শেষ কথাঃ রিমোট কন্ট্রোল বেকু গাড়ির দাম ২০২৩
আশা করি আপনি আপনার কাঙ্খিত তথ্যটা আমার এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারছেন। এর পরেও যদি আপনার রিমোট কন্ট্রোল বেকু গাড়ি দাম ২০২৩ সম্পর্কে কোনরকম সন্দেহ বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আর আমার পোষ্ট গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিয়মিত আমাদের ব্লগে এসে এরকম খেলনা সামগ্রী দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।