কনকা ফ্রিজের দাম ২০২৩, কনকা ফ্রিজ দাম- প্রিয় পাঠক/পাঠিকা, আজকে আমি আপনাদেরকে কনকা ফ্রীজের কতটি মডেল রয়েছে এবং সেই ফ্রিজের মূল্য কেমন সে সম্পর্কে একটি বিস্তারিত ধারনা দিব। তাই আমি আশা করবো যে আপনারা আজকের এই পোস্টের মাধ্যমে কনকা ফ্রিজ এর দাম সম্পর্কে ভালো রকমের একটি আইডিয়া জেনারেট করতে পারবেন।
কনকা ফ্রিজের দাম ২০২৩,কনকা ফ্রিজ দাম- প্রিয় পাঠক/পাঠিকা, আজকে আমি আপনাদেরকে কনকা ফ্রীজের কতটি মডেল রয়েছে এবং সেই ফ্রিজের মূল্য কেমন সে সম্পর্কে একটি বিস্তারিত ধারনা দিব। তাই আমি আশা করবো যে আপনারা আজকের এই পোস্টের মাধ্যমে কনকা ফ্রিজের দাম ২০২৩ সম্পর্কে ভালো রকমের একটি আইডিয়া জেনারেট করতে পারবেন।
কনকা ফ্রিজের দাম ২০২৩
কনকা ফ্রিজ দাম ২০২৩ সালে কিছুটা বেড়েছে। কারণ বর্তমান সময়ে ফ্রিজের চাহিদা অনেক বেশি গুনে বেড়ে যাওয়ায় ফ্রিজের দাম বেড়ে গিয়েছে। কনকা ফ্রীজের এভারেজ দাম হলো ৩০ থেকে ৪০ হাজার টাকা। আপনি যদি খুব ভালো মানের একটি কনকা ফ্রিজ নিতে চান সেক্ষেত্রে আপনাকে ৪০ থেকে ৬০ হাজার টাকা মত গুনতে হবে।
আর আপনি যদি মোটামুটি টাইপের একটি ফ্রিজ কিনতে চান। সে ক্ষেত্রে আপনার ৩০ থেকে ৪০ হাজারের মধ্যে কনকা ফ্রিজ ভালো মানের পাবেন। আমি নিচে কনকা ফ্রীজের কয়েকটি মডেল সম্পর্কে আলোচনা করছি। যেই মডেলগুলো কনকা ফ্রিজ অনেক বেশি বিক্রি করেছে এবং ভালো রেটিং পেয়েছে।
কনকা ফ্রিজের দাম ও মডেলসমূহ
কনকা রেফ্রিজারেটর-KRT-165GB-red-2-UPPER FREZER (165lrt)
- মডেলঃ KRT-165GB-RED
- বডি টাইপঃ টপ মাউন্টেড।
- ধারণ সক্ষমতাঃ ১৬৫ লিটার।
- নরমাল বগির তাপমাত্রাঃ (১ থেকে ৫)°C
- ডিপ বগির তাপমাত্রাঃ (-২৪ থেকে -১৮)°C
- কম্প্রেসার ইনপুট পাওয়ারঃ ৮২ ওয়াট।
- অপারেটিং ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিঃ ২২০~২৪০ V এবং ৫০Hz
- ফ্রিজের ধারনক্ষমতাঃ ৩.৫ কেজি/২৪ ঘন্টা।
- দরজাঃ ২ টি।
- ব্র্যান্ডের নামঃ কনকা।
- মূল্যঃ ৩০ হাজার ৭৮৫ টাকা।
- এই ফ্রিজটিতে আপনি গ্যারান্টি পাবেন না। তবে ১০ বছরের জন্য ওয়ারেন্টি পাবেন।
মিডিয়াম লেভেলের বাজেটের মধ্যে কনকা ফ্রিজ এর এই মডেলটি বেশ জনপ্রিয় এবং ভালো মানের একটি ফ্রিজ। এই ফ্রিজটি আপনি ৩০ হাজার ৭৮৫ টাকার মধ্যে কিনতে পারবেন। এই ফ্রিজের একটি ভালো দিক হলো আপনি অ্যাটাচ চারটি চাকা লাগানো পাবেন ফ্রিজের নিচে। পাশাপাশি এর বডি টাইপ অত্যন্ত সুন্দর এবং দরজা গুলো অনেক কনফর্টেবল। খুব বেশি শক্তি খাটাতে হয় না দরজা খোলার জন্য। আরামেই দরজা খোলা বন্ধ করা যায়। ফ্রিজটি লাল রঙের। সবমিলিয়ে সৃষ্টি আপনি চাইলে মিডিয়াম বাজেটে কিনতে পারেন।
কনকা রেফ্রিজারেটর-KRT-180GB-Black Strip-2-Door, Upper Freezer (180 Ltr)
- মডেলঃ KRT-180GB-BLACK
- বডি টাইপঃ টপ মাউন্টেড।
- ধারণ সক্ষমতাঃ ১৮০ লিটার।
- নরমাল বগির তাপমাত্রাঃ (১ থেকে ৫)°C
- ডিপ বগির তাপমাত্রাঃ (-২৪ থেকে -১৮)°C
- কম্প্রেসার ইনপুট পাওয়ারঃ ৮২ ওয়াট।
- অপারেটিং ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিঃ ২২০~২৪০ V এবং ৫০Hz
- ফ্রিজের ধারনক্ষমতাঃ ৩.৫ কেজি/২৪ ঘন্টা।
- দরজাঃ ২ টি।
- ব্র্যান্ডের নামঃ কনকা।
- মূল্যঃ ৩২,২৭০ টাকা।
- এই ফ্রিজটিতে আপনি গ্যারান্টি পাবেন না। তবে ১০ বছরের জন্য ওয়ারেন্টি পাবেন।
কলকা ব্র্যান্ডের এই মডেলের ফ্রিজটা অত্যন্ত ভালো। এটি ১৮০ লিটার এর কালো রংয়ের ফ্রিজ। এই ফ্রিজের ক্যাপাবিলিটি অনেক ভালো। এবং সবদিক থেকে অনেক সুন্দর দেখায়। পাশাপাশি আপনি এর মাঝে এলইডি লাইট পাবেন নরমাল বগির মধ্যে। এছাড়াও ফ্রিজের পায়ের নিচে চারটি চাকা থাকবে। যা আপনাকে ফ্রি তে দিবে কম্পানি। এর ওজন ৫২ থেকে ৫৯ কেজি।
কনকা রেফ্রিজারেটর-KRB-190GB-Purple-2-Door, Bottom Freezer (190 Ltr)
- মডেলঃ KRT-190GB-PURPLE
- বডি টাইপঃ টপ মাউন্টেড।
- ধারণ সক্ষমতাঃ ১৯০ লিটার।
- নরমাল বগির তাপমাত্রাঃ (১ থেকে ৫)°C
- ডিপ বগির তাপমাত্রাঃ (-২৪ থেকে -১৮)°C
- কম্প্রেসার ইনপুট পাওয়ারঃ ৮২ ওয়াট।
- অপারেটিং ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিঃ ২২০~২৪০ V এবং ৫০Hz
- ফ্রিজের ধারনক্ষমতাঃ ৩.৫ কেজি/২৪ ঘন্টা।
- দরজাঃ ২ টি।
- ব্র্যান্ডের নামঃ কনকা।
- মূল্যঃ ৩৫,৩৬০ টাকা।
- এই ফ্রিজটিতে আপনি গ্যারান্টি পাবেন না। তবে ১০ বছরের জন্য ওয়ারেন্টি পাবেন।
কনকা রেফ্রিজারেটর-KRT-200GB-Golden Strip-2-Door, Upper Freezer (200 Ltr)
- মডেলঃ KRT-200GB-GOLDEN
- বডি টাইপঃ টপ মাউন্টেড।
- ধারণ সক্ষমতাঃ ২০০ লিটার।
- নরমাল বগির তাপমাত্রাঃ (১ থেকে ৫)°C
- ডিপ বগির তাপমাত্রাঃ (-২৪ থেকে -১৮)°C
- কম্প্রেসার ইনপুট পাওয়ারঃ ৮২ ওয়াট।
- অপারেটিং ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিঃ ২২০~২৪০ V এবং ৫০Hz
- ফ্রিজের ধারনক্ষমতাঃ ৩.৫ কেজি/২৪ ঘন্টা।
- দরজাঃ ২ টি।
- ব্র্যান্ডের নামঃ কনকা।
- মূল্যঃ ৩৪,৯৪৫ টাকা।
- এই ফ্রিজটিতে আপনি গ্যারান্টি পাবেন না। তবে ১০ বছরের জন্য ওয়ারেন্টি পাবেন।
কনকা রেফ্রিজারেটর-KRB-200GB-Glass Mirror-2-Door, Bottom Freezer (200 Ltr)
- মডেলঃ KRT-200GB-GLASS MIRROR
- বডি টাইপঃ টপ মাউন্টেড।
- ধারণ সক্ষমতাঃ ২০০ লিটার।
- নরমাল বগির তাপমাত্রাঃ (১ থেকে ৫)°C
- ডিপ বগির তাপমাত্রাঃ (-২৪ থেকে -১৮)°C
- কম্প্রেসার ইনপুট পাওয়ারঃ ৮২ ওয়াট।
- অপারেটিং ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিঃ ২২০~২৪০ V এবং ৫০Hz
- ফ্রিজের ধারনক্ষমতাঃ ৩.৫ কেজি/২৪ ঘন্টা।
- দরজাঃ ২ টি।
- ব্র্যান্ডের নামঃ কনকা।
- মূল্যঃ ৩৭,৬৬০ টাকা।
- এই ফ্রিজটিতে আপনি গ্যারান্টি পাবেন না। তবে ১০ বছরের জন্য ওয়ারেন্টি পাবেন।
এই মডেলটিতে গ্লাস মিরর কালার দেওয়া রয়েছে। পাশাপাশি এর আউটলুক অসাধারণ করা হয়েছে। এবং ডিরেক্ট কুলিং সিস্টেম দেওয়া রয়েছে। ২০০ লিটার এর ফ্রিজটিতে টেম্পারেচার কন্ট্রোল করার সিস্টেম রয়েছে। এর জন্য এর দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে। এক্সট্রা কিছু ফিচার যোগ করা ছাড়া আর কোন রকম কিছুই চেঞ্জ করা হয়নি এই মডেলটিতে।
কনকা রেফ্রিজারেটর-KRB-270VB- 3D Green Lily, Bottom Freezer (270 LTR)
- মডেলঃ KRT-270VB-3D-GREEN LILY
- বডি টাইপঃ টপ মাউন্টেড।
- ধারণ সক্ষমতাঃ ২৭০ লিটার।
- নরমাল বগির তাপমাত্রাঃ (১ থেকে ৫)°C
- ডিপ বগির তাপমাত্রাঃ (-২৪ থেকে -১৮)°C
- কম্প্রেসার ইনপুট পাওয়ারঃ ৮২ ওয়াট।
- অপারেটিং ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিঃ ২২০~২৪০ V এবং ৫০Hz
- ফ্রিজের ধারনক্ষমতাঃ ৩.৫ কেজি/২৪ ঘন্টা।
- দরজাঃ ২ টি।
- ব্র্যান্ডের নামঃ কনকা।
- মূল্যঃ ৪৭,৪৭০ টাকা।
- এই ফ্রিজটিতে আপনি গ্যারান্টি পাবেন না। তবে ১০ বছরের জন্য ওয়ারেন্টি পাবেন।
দাম হিসেবেই এই ফ্রিজ একদম ঠিকঠাক রয়েছে। আপনার বাজেট যদি একটু হাইলেবেলের হয়, তাহলে এই ভালো ফ্রিজ টি আপনি নিতে পারেন নিঃসন্দেহে। এই ফ্রিজের মধ্যে অসাধারণ কিছু ফিচার রয়েছে। যা অন্য কোন কনকা ফ্রিজ এর মডেলের দেয়া নেই। তাই আপনি নিঃসন্দেহে চাইলেই গ্রীনলিলি মডেলের ফ্রিজটি নিতে পারেন।
কনকা রেফ্রিজারেটর-KRT-282EIGB-Glass Mirror, Upper Freezer, Electronics Control, Digital Display with Inverter Technology (282 LTR)
- মডেলঃ KRT-282EIGB-GLASS MIRROR
- বডি টাইপঃ টপ মাউন্টেড।
- ধারণ সক্ষমতাঃ ১৮২ লিটার।
- নরমাল বগির তাপমাত্রাঃ (১ থেকে ৫)°C
- ডিপ বগির তাপমাত্রাঃ (-২৪ থেকে -১৮)°C
- কম্প্রেসার ইনপুট পাওয়ারঃ ৮২ ওয়াট।
- অপারেটিং ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিঃ ২২০~২৪০ V এবং ৫০Hz
- ফ্রিজের ধারনক্ষমতাঃ ৯.৮কেজি/২৪ ঘন্টা।
- দরজাঃ ২ টি।
- ব্র্যান্ডের নামঃ কনকা।
- মূল্যঃ ৪১,৯৬০ টাকা।
- এই ফ্রিজটিতে আপনি গ্যারান্টি পাবেন না। তবে ১০ বছরের জন্য ওয়ারেন্টি পাবেন।
এই ফ্রিজটির অনেক ভাল একটি ফ্রিজ। হাই লেভেলের বাজেট যদি আপনার থাকে তাহলে আপনি এই ফ্রিজটির নিঃসন্দেহে নিতে পারেন। কারণ এর ফিচারগুলো অনেক সুন্দর সুন্দর দেওয়া রয়েছে। পাশাপাশি এর কুলিং সিস্টেম টা অসাধারনভাবে অপটিমাইজ করা হয়েছে। তাই আপনি অনায়াসে কোন জিনিস ফ্রিজের মধ্যে রেখে দিলে তা কখনোই নষ্ট হবেনা বা গন্ধ উঠবে না।
শেষ কথাঃকনকা ফ্রিজের দাম ২০২৩
কনকা ফ্রিজের দাম ২০২৩,কনকা ফ্রিজ দাম– আশা করি এই ফ্রিজের দাম সম্পর্কে একটি ভালো রকমের আইডিয়া আপনার চলে এসেছে। এর পরেও যদি আপনার কোন রকম সন্দেহ হয়ে থাকে তাহলে আপনি নিচের ভিডিওটি দেখতে পারেন তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে।
এর পরেও যদি আপনার কোনো রকম মন্তব্য বা সন্দেহ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনার মন্তব্যটি জানিয়ে দিন। আমরা অনেক খুশি হব আপনার মন্তব্য পেয়ে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ্ হাফেজ।