বসুন্ধরা টিস্যু দাম, আসসালামু আলাইকুম, প্রিয় পাঠক-পাটিকা। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদেরকে টিস্যুর দাম সম্পর্কে জানাবো। অনেকেই টয়লেট টিস্যু, ফেসিয়াল টিস্যু, ন্যাপকিন টিস্যু ইত্যাদির দাম কত বাংলাদেশে? সেটা জানেন না। সে সম্পর্কে আজকে বিস্তারিত এই আর্টিকেল লিখছি। আশা করছি আপনাদের আপনাকে উপকারে আসবে আপনারই হবে।
বাংলাদেশের ২০২২-২৩ অর্থবছরে টিস্যুর দাম বাড়ানো হয়েছে। বর্তমানে টিস্যুর দাম বেড়ে যাওয়ায়! সাধারণ ভোক্তারা একটু অসুবিধার মুখে পড়েছে। তাই আমি আজকে আপনাদেরকে ২০২২-২৩ অর্থবছরে টিস্যুর দাম কত? সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। আশা করছি পুরো পোস্ট মনোযোগ দিয়ে পড়বেন।
আরও পড়ুন:-
টিস্যু কম্পানি In Bangladesh
- বসুন্ধরা টিস্যু
- ফ্রেশ টিস্যু
- রেইনবো টিস্যু
- পারফেক্ট টিস্যু ইত্যাদি।
বাংলাদেশে এই টিস্যু কম্পানিগুলো অনেক জনপ্রিয়। এই টিসুগুলোর প্রত্যেকটির দাম সম্পর্কে নিম্নে আলোচনা করছি,
বসুন্ধরা টিস্যু দাম
২০২২ ২৩ অর্থবছরে সমস্ত টিস্যুর দাম বাড়ানো হয়েছে। তার মধ্যে বসুন্ধরা সাদা টয়লেট টিস্যু প্রতি প্যাকেট আগে বিক্রি হত ১৬ টাকায় এখন দাম বেড়ে তা হয়েছে ২০ টাকা। আর রঙিন যে টয়লেট টি টিস্যু রয়েছে সেই টিস্যু এখন বর্তমানে বিক্রি হচ্ছে ৩০ টাকা। যা আগে বিক্রি হতো ২০ টাকা।
হাত মোছার জন্য হ্যান্ড টাওয়েল প্রতি প্যাকেট টিস্যু বিক্রি হচ্ছে ৯৫ টাকা যার আগে মূল্য ছিল মাত্র ৭৮ টাকা এছাড়া ফেসিয়াল টিস্যু বিক্রি হচ্ছে ৭২ টাকা যা আগে দাম ছিল ৬২ টাকা।
বসুন্ধরা ফেসিয়াল টিস্যু দাম
বসুন্ধরা ফেসিয়াল টিস্যু এক প্যাকেট এর মধ্যে থাকে 120 পিস যার বর্তমান বাজার মূল্য ১০০ টাকা। বসুন্ধরা ফেসিয়াল টিস্যু প্রতি প্যাকেট আগে বিক্রি হত ৬০ থেকে ৭০ টাকায়। এখন তা বিক্রি করা হচ্ছে ১০০ টাকায়। এই দাম বাড়ার মূল কারণ হচ্ছে ২০২২ ২৩ অর্থবছরের বাজেট ঘোষণার পর, সমস্ত টিস্যু পেপার এর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। যার ফলশ্রুতিতে এখন বাংলাদেশের মানুষ অনেক ভোগান্তির শিকার হচ্ছে।
বসুন্ধরা গোল্ড টয়লেট টিস্যু দাম
বসুন্ধরা গোল্ড টয়লেট টিস্যু বর্তমানে বিক্রি হচ্ছে ৩০ টাকা করে। যার আগের বাজার মূল্য ছিল মাত্র ২০ টাকা। ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণার পর থেকে এই দাম বৃদ্ধি করা হয়েছে।
বসুন্ধরা টয়লেট টিস্যু দাম
বসুন্ধরা টয়লেট টিস্যুর দাম বর্তমানে ৩০ টাকা করে। এবং বসুন্ধরা গোল্ড টয়লেট টিস্যু এর দাম ৩০ টাকা। যা আগে বিক্রি করা হতো ২০ টাকায়। বর্তমানে বাংলাদেশে ডলার সংকট রয়েছে। এর ফলে ২০২২-২৩ অর্থবছরে বাজেট ঘোষণার পর, সমস্ত টিস্যু পেপারের দাম বাড়ানো হয়েছে। যার ফলশ্রুতিতে এখন টয়লেট টিস্যুর দামও এত বেড়ে গিয়েছে।
ফ্রেশ টিস্যু দাম
ফ্রেশ টিস্যুর দাম বর্তমানে বাংলাদেশে প্রতি পিস্ টয়লেট টিস্যু বিক্রি হচ্ছে ৩০ টাকা এবং রঙিন ফ্রেশ টয়লেট টিস্যু বিক্রি হচ্ছে ৩০ টাকা করে যা আগে ছিল মাত্র ২০ টাকা। এর পাশাপাশি ফ্রেস টয়লেট টিস্যু পেপার গোল্ড কালারের ১২ টি প্যাকের মূল্য ২৬০ টাকা বিক্রি হচ্ছে। যা আগে দাম ছিল মাত্র ২৪৫ টাকা। এখন ১৫ টাকা বাড়িয়ে এর দাম করা হয়েছে ২৬০ টাকা।
ভিজা টিস্যু দাম
শিশুদের জন্য ভিজা টিস্যু 120 পিস এর একটি বক্সের দাম ২৫০ টাকা এবং ৫০ পিস ভেজা টিসুর দাম ১৫০ টাকা। এই ভেজা টি শুধু দামও বর্তমানে বেড়েছে। যার আগের বাজার মূল্য ছিল ২০০ টাকা। প্রতি বক্স আর এখন তা ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে সাধারণ মানুষের কাছে।
টয়লেট টিস্যু পাইকারি দাম
টয়লেট টিস্যু পাইকারি দাম ১২ পিস রেইনবো টয়লেট টিস্যুর দাম মাত্র ৩০০ টাকা এবং ১২ পিস ফ্রেশ টয়লেট টিস্যু পেপারের দাম ২৬০ টাকা এবং বসুন্ধরা ১২ পিস পাইকারি টয়লেট টিস্যুর দাম মাত্র ৩৫০ টাকা।
শেষ কথা:-
বসুন্ধরা টিস্যু দাম ২০২৩ সালে কত? সে সম্পর্কে আশা করছি আপনারা সবাই একটি ভাল ধারণা পেয়ে গেছেন। এরপরেও যদি আপনাদের কোন রকম সমস্যা থেকে থাকে! তাহলে অবশ্যই আমাকে আপনার মূল্যবান মতামতি জানাতে ভুলবেন না। আর আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে সম্পূর্ণ ২০২-২৩ অর্থবছরের বাজেট এর উপর ভিত্তি করে।