wifi অনুর দাম কত, আসসালামু আলাইকুম, প্রিয় পাঠক পাঠিকা। আশা করছি সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ওয়াইফাই অনুর দাম কত? সেই সম্পর্কে আপনারা অনেকেই গুগলে সার্চ করেন, কোন অনু সবচেয়ে ভালো? এর পাশাপাশি কোন ব্র্যান্ডের ওয়াইফাই অনু সবচেয়ে বেশি ভালো এবং দাম কত? সে সম্পর্কে জানতে চান। কিন্তু সঠিক কোন তথ্য না পাওয়ার কারণে আপনারা অনেকটাই বিভ্রান্ত হয়ে পড়েন। আজকের এই ছোট্ট আর্টিকেলের মধ্যে আমি আপনাদেরকে এই সমস্ত বিষয়ে সঠিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা পুরোটা সময় আমার সাথে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের আর্টিকেলে প্রবেশ করা যাক।
আরও পড়ুন:-
wifi অনুর দাম কত
সাধারণত অনুরাউটার দাম ৭৫০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত এমনকি ১২০০, ১৫০০, ২০০০ টাকা পর্যন্ত দাম রয়েছে। এটা নির্ভর করবে আপনি কোন কোম্পানির অনু নিতে চান সেটার উপর। এক এক কোম্পানির প্রোডাক্ট এর একেকরকম দাম রয়েছে। আমি বাংলাদেশ বহুল প্রচলিত কয়েকটি বিখ্যাত এবং ভালো ভালো ওয়াইফাই অনুর দাম সম্পর্কে আলোচনা করছি।
wifi অনুর দাম কত | অনু ডিভাইস দাম কত
ওয়াইফাই অনুর দাম ২০২৩ সালে কিছুটা বৃদ্ধি পেয়েছে। আগে ৬০০ থেকে ৭০০ টাকার মধ্যেই ভালো মানের একটি অনুপ পাওয়া যেত। কিন্তু এখন টেন্ডা কোম্পানির একটি অনু নিতে গেলে আপনাকে মোটামুটি ১১০০ টাকা গুনতে হবে। যেখানে এর দাম আগে ছিল মাত্র ৮০০ টাকা। সেখানে এখন ১১০০ টাকা দিয়ে কিনতে হবে। এর পাশাপাশি টিপি লিংকের ভালো মানের একটি অনুর দাম প্রায় ১৩০০ টাকা। এবং হুয়াই ও শাওমি ওয়াইফাই অণু এর দাম মোটামুটি একই রকম ১২০০ টাকা।
কোন অনু ভালো
এই অনুগুলার বৈশিষ্ট্য হচ্ছে এগুলো অনেক ফাস্ট এবং অনেক তাড়াতাড়ি ডাটা ট্রান্সফার করতে পারে। এবং আপনার ওয়াইফাই কে নিরবিচ্ছিন্নভাবে সংযোগ প্রদানে অনেক বেশি সাহায্য করে। এর স্পিড অনেক ভালো। এক একটি ১০ থেকে ১০০০ এমবিপিএস পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে সক্ষম। তবে বাংলাদেশের সাধারণত ভালো মানের কোন অনেকেই ব্যবহার করেনা। যার ফলে তাদের ইন্টারনেট চালানোর সময় বেশ ভোগান্তির শিকার হতে হয়।
ভিসল অনু দাম কত
ভিসল অনু বাংলাদেশের ব্যাপক পরিমাণে মানুষ ব্যবহার করে থাকে। আর এটা অনেক ভালো ও উচ্চমানের একটি প্রোডাক্ট এই ভিসল অনুর দাম ১২০০ টাকা। এই অনুটি মূলত ইপন অনুর একটি প্রোডাক্ট অনলাইনে এর দাম একেক রকম। আপনি যদি অফলাইনে কেনেন সে ক্ষেত্রে আপনি লাভবান হতে পারেন। কারণ অফলাইনে দামাদামি করার সুযোগ রয়েছে। এই ভিসল অনুর মধ্যে রয়েছে। তিনটি পোর্ট যে তিনটি কোর্টের সাহায্যে আপনি নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট সংগ্রহ নিতে পারবেন।
টেন্ডা অনুর দাম কত?
টেন্ডা অনুর দাম কিছুটা বেড়েছে। আগে ৭৫০ টাকায় বিক্রি করা হতো। কিন্তু এখন বর্তমানে মার্কেট প্রাইস বাড়ার কারণে ৯০০ টাকায় কিনতে হচ্ছে সাধারণ জনগণকে। তবে টেন্ডার রাউটার এর মান অনেক ভালো এবং যথেষ্ট উন্নত এর তিন পোর্ট বিশিষ্ট অনুর দাম 900 টাকা এবং এর পিঠ ১০০ Mbps.
শাওমি অনুর দাম কত?
বর্তমানে শাওমি রাউটারের দাম ১৪০০ টাকা। এর পোর্ট সংখ্যা রয়েছে তিনটি। আর চার সংখ্যার যে পোর্ট রয়েছে সেটার দাম পড়বে ১৬০০ টাকা।
হুয়াই অনুর দাম কত?
হুয়াই ব্র্যান্ডের অনুর দাম ২৫০০ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকা পর্যন্ত দাম রয়েছে। এই দাম নির্ভর করবে অনুর পোর্ট সংখ্যা এবং ডায়মেনশনের উপর। বিশিষ্ট অনুর দাম পড়বে ১২০০ থেকে ১৪০০ টাকা আর চার পোর্ট বিশিষ্ট অনুর দাম পড়বে প্রায় ২৫০০ টাকা।
হুয়াই ব্র্যান্ডের যে অণুগুলো রয়েছে, সেই অনুগুলো বেশ টেকসই এবং হাই কোয়ালিটির হয়ে থাকে। আপনারা যদি নিতে চান, তাহলে পার্সোনালি আমার সাজেস্ট থাকবে! আপনারা হুয়াই ব্র্যান্ডের অণু নিতে পারেন।
D-Link অনুর দাম কত
ডি লিংক অনুর দাম ২৬০০ টাকা। ডি লিংকের রাউটার যেমন অনেক ভালো মানের হয়ে থাকে, তেমনি ভাবে তারা রাউটারের জন্য অনুর দিকটাও বিশেষভাবে খেয়াল রেখেছে। তারা হাই কোয়ালিটির অনু প্রোভাইড করে থাকে। যে কারণে ডি লিংকের অণুগুলোর দাম তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে। পারফরম্যান্স অনেক ভালো এবং প্রায় ১ টেরা বাইট পর্যন্ত ডেটা ট্রান্সমিট করতে সক্ষম এই ডি লিংক অনু। আপনারা যদি কিনতে চান তাহলে অনু কিনতে পারে ভালো মানের হয়ে থাকে এসব। তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই অনলাইনে অর্ডার না করে সরাসরি দোকানে গিয়ে কিনতে চেষ্টা করবেন। এতে করে আপনাদের অর্থ যেমন স্বাশ্রয় হবে। তেমনি আপনাদের প্রোডাক্টের মান ভালো পাবেন।
শেষ কথা:
ওয়াইফাই অনুর দাম কত, আশা করছি আপনারা এই ছোট্ট আর্টিকেলের মধ্যে একটি সম্মুখ ধারণা পেয়েছেন। এছাড়াও আমি এই ছোট্ট আর্টিকেলের মধ্যে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, কোন রাউটার সবচেয়ে ভালো এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর এই সমস্ত কিছু অনলাইনের বিভিন্ন সোর্স থেকে নেওয়া হয়েছে। তাই আপনার কাছে যদি মনে হয় যে, এই সব ইনফরমেশন সত্য নয়! তবে আপনি তা অগ্রাহ্য করতে পারেন।
1 Comment
Leave a comment and let us know what your favorite blog post has been so far!