ম্যাগি নুডুলস দাম ২০২৩, সম্পর্কে অনেকেই গুগলে সার্চ করছেন এই নুডুলস এর দাম কত? সেটি অনেকে জানেন না। আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে খুব সুন্দর ভাবে ম্যাগি নুডুলস সহ বাজারে যত রকম ব্র্যান্ডের নুডুলস রয়েছে সেসব নুডুলসের দাম সম্পর্কে আজকের এই আর্টিকেলে বর্ণনা করব।
তাই আপনি যদি একটু ধৈর্য সহকারে আমার পোস্ট পড়েন আশা করি খুব ভালো একটি আইডিয়া আপনি ধরতে পারবেন নুডুলস এর দাম সম্পর্কে। এছাড়া পাশাপাশি আমি কিন্তু ম্যাগি নুডুলস এর উপকারিতা কি কি আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনাদের এক্সট্রা বেনিফিটস দেওয়ার জন্য। বেশি কথা না বাড়িয়ে আজকের পোস্ট এ চলে যাওয়া যাক।
ম্যাগি নুডুলস দাম ২০২৩
ম্যাগি নুডুলস আসলে নেসলে কোম্পানির একটি পন্য। আপনারা সবাই নেসলে কোম্পানি সম্পর্কের মোটামুটি জানেন। এটি সারা বিশ্বব্যাপী একটি বড় ব্র্যান্ডের নাম। নেসলে কোম্পানির অনেক পণ্য রয়েছে। তারমধ্যে ম্যাগি নুডুলস একটি ম্যাগি নুডুলস এর দাম বিভিন্ন রকম।
আর দাম ভিন্নতার কারণ এটি পিস আকারে বিক্রি করা হয়। অর্থাৎ এটি প্যাকেটজাত পণ্য ঠিকই আছে। কিন্তু সেই প্যাকেট এর মধ্যেই পিস আকারে বিক্রি করা হয়। সর্বনিম্ন ৪ পিস থেকে শুরু হয় এর দাম এবং সর্বোচ্চ ১৬ পর্যন্ত ম্যাগি নুডুলস বাজারে প্যাকেট জাত হিসেবে পাওয়া যায়।
৪ পিস, অর্থাৎ একদম ছোট সাইজের ম্যাগি নুডুলস এর দাম ৯৫ টাকা।
এরপর ৮ পিস ম্যাগি নুডুলস এর দাম ১৪০ টাকা।
এরপর মাঝারী ম্যাগি নুডুলস অর্থাৎ ১২ পিস যার ওজন ৭৪৪ গ্রাম এর একটি প্যাকেটের দাম ২৪০ টাকা।
আর একবারের সবার বড় ৯৫০ গ্রামের ম্যাগি নুডুলস এর দাম ৩১০ টাকা।
ম্যাগি নুডুলস এর উপকারিতা
ম্যাগি নুডুলস স্বাস্থ্যের জন্য মোটামুটি ভালই বলা যেতে পারে। কারণ এই নুডুলস তৈরীর উপাদান গুলো গম বা ময়দা এছাড়াও এখানে এক্সট্রা ভাবে ভিটামিন বি ইমপোর্ট করা হয়। যা আমাদের মস্তিষ্কের কোষ কে উদ্দীপ্ত করার জন্য বিশেষ ভূমিকা পালন করে।
এছাড়াও নুডুলস খেলে আপনার শরীরের কার্বোহাইড্রেট তৈরি করে। যার ফলে শক্তি উৎপন্ন হয় শরীরের মধ্যে। এছাড়াও ম্যাগি নুডুলস একটি বিশেষ পদ্ধতিতে সবার জন্য তৈরি করা হয়ে থাকে। ৫০% কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য প্রয়োজন। যা এই নুডুলস এর মাধ্যমে আপনি পেতে পারেন।
যেহেতু ভিটামিন বি পাশাপাশি ময়দা ইত্যাদি জিনিস দিয়ে নুডুলস তৈরি করা হয়। তাই এর ভিতর যে পুষ্টিগুণ গুলো আপনি পেতেন, সেগুলোর মধ্যে পেয়ে যাবেন এই নুডুলসের মধ্যে। নুডুলস আমাদের মস্তিষ্ককে অনেক একটিভ করে দেয়। যার ফলে আমরা অনেক ভালো এবং শক্তি অনুভব করি।
মিস্টার নুডুলস দাম ২০২৩
মিস্টার নুডুলস ছোট প্যাকেট ৪০ গ্রামের দাম ৩০ টাকা।
এছাড়াও ৪ পিস ও ৮ পিস মিস্টার নুডুলস ফ্যামিলি প্যাক এর দাম ৭৫ টাকা ও ১৪০ টাকা।
মিস্টার নুডুলস কোরিয়ান সুপার স্পাইসি ৮ টি প্যাকেট ২ পিস দাম ৩৯০ টাকা।
মিস্টার নুডুলস ১২ পিস ৭৫০ গ্রাম প্যাকেটের দাম ২৩০ টাকা।
এছাড়াও মিস্টার নুডুলস এর ম্যাজিক মাসালা একদম মিনি প্যাক এর দাম মাত্র ১০ টাকা।
কোকাকোলা নুডুলস দাম
কোকোলা এগ নুডুলস ১৮০ গ্রামের দাম ২০ টাকা।
কোকা কোলা নুডুলস এক বক্স (৩৬ পিস) ৪০০ টাকা।
এছাড়া কোকোলা কুক মাসালা নুডুলস ৪০০ গ্রাম এর দাম ৬৫ টাকা।
কোকোলা স্পাইসি চিকেন মাসালা নুডুলস বক্স ৩০০ গ্রাম এর দাম ৩০ টাকা।
কোকোলা হট এন্ড স্পাইসি কাপ নুডুলস ৪০ গ্রাম একটির দাম ২৮ টাকা।
টপস্টিক নুডুলস দাম
চপস্টিক ইনস্ট্যান্ট নুডুলস ২৪৮ গ্রাম এর দাম ৭০ টাকা।
চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস ইয়ামি মাসালা ৪৯৬ গ্রামের দাম ১৪০ টাকা।
চপস্টিক নুডুলস রান্নার রেসিপি ৪০০ টাকা।
চপস্টিক দেশিমাসালা ইনস্ট্যান্ট নুডুলস ১২ প্যাক এর দাম ১৭০ টাকা।
শেষ কথাঃ ম্যাগি নুডুলস দাম ২০২৩
ম্যাগি নুডুলস দাম ২০২৩,সম্পর্কে দামের যে মূল্য তালিকা আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও পাশাপাশি অন্যান্য ব্র্যান্ড এর নোটগুলো দামের পার্থক্য গুলো এই পোস্টের মাধ্যমে জানতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনরকম সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এত কষ্ট করে আমাদের পোস্টটি পড়ার জন্য। এরকম নিত্য নতুন আরো পোস্ট যদি আপনি খেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ব্লগ সাইটটি সাথেই থাকবেন।