হেডফোনের দাম কত ২০২৩, আসসালামুআলাইকুম প্রিয় পাঠক-পাঠিকা। আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। বর্তমান সময়ে হেডফোনের দাম কত ২০২৩ এটি লিখে গুগলে অনেকেই সার্চ করছেন। কারণ হেডফোনের দাম আপনাদের জানা নেই। এর মূল কারণ বাজারে অনেক ব্র্যান্ডের হেডফোন রয়েছে। কোন হেডফোন কিরকম দামের এবং কোন হেডফোনের পারফর্মেন্স কেমন? সে সম্পর্কে আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ।
ব্লুটুথ হেডফোন বাংলাদেশ প্রাইস ২০২৩ এ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যেখানে 2021 সালে হেডফোনের দাম অনেকটাই কম ছিল। সেই তুলনায় এখন অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের কে। নিচে আমি বিভিন্ন ব্র্যান্ডের ব্লুটুথ হেডফোন ও ইয়ারফোন এবং এয়ারপট এর দাম সম্পর্কে আলোচনা করছি।
হেডফোনের দাম কত ২০২৩
২০২৩ সালে অনেক রকমের ব্র্যান্ডের ব্লুটুথ হেডফোন এবং নরমাল হেডফোন রয়েছে। সেগুলো একেক কোম্পানি একেক রকমের দাম নির্ধারণ করে থাকে। তবে একটি আইডিয়া দিয়ে রাখছি আপনি যদি সাধারন হেডফোন নিতে চান সেক্ষেত্রে আপনার 300 থেকে 400 টাকার মধ্যে ভালো মানের ইয়ারফোন পেয়ে যাবেন।
ব্লুটুথ হেডফোন বাংলাদেশ প্রাইস ২০২৩
আর যদি আপনি হেডফোন নিতে চান সেক্ষেত্রে আপনার 500 থেকে 600 টাকার মধ্যে মোটামুটি লেভেলের একটি হেডফোন পেয়ে যাবেন। যা আপনি অনায়াসে পি.সি.তে এবং কম্পিউটারে, ল্যাপটপে ইউজ করতে পারবেন। পাশাপাশি ব্লুটুথ হেডফোন এয়ারপোট এর দাম 500 থেকে 600 টাকা এবং সর্বোচ্চ গেলে 1500 থেকে 2000 টাকা পড়তে পারে।
আরও পড়ুনঃ
ব্লুটুথ হেডফোন M10 price in Bangladesh
M10 ব্লুটুথ হেডফোনের দাম ২০২৩, এটি একদম সম্পূর্ণ ওয়ারলেস টাচ ব্লুটুথ। M10 tws ওয়ারলেস টাচ ব্লুটুথ হেডফোন এর দাম 471 টাকা। সাথে পাচ্ছেন ইয়ার প্লাগিংস ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক কালারের গুড একটা ইফেক্ট দেওয়া রয়েছে এই সুন্দর ব্লুটুথ হেডফোনে। Cvc8.0 নয়েস রেডিয়েশনের এই হেটফোনটি অনেক ভালো রেটিং সে বর্তমানে বাংলাদেশের বাজারে ক্রেতাদের মন জয় করে নিচ্ছে।
তবে অনলাইনে এক এক ওয়েবসাইটে একেক রকমের দামের উপর ভ্যারিয়েশন আসতে পারে। তাই কেনার আগে অবশ্যই একটু ভালো করে অনলাইন ঘেটে নেবেন। আর যদি আপনি এটি সরাসরি দোকানে গিয়ে কিনেন সেক্ষেত্রে আপনি অনেক কম দামে কিনে নিতে পারবেন।
m10 tws v5.1 price in bangladesh
M10 TWS ইয়ারফোন ওয়্যারলেস ব্লুটুথ 5.1 ওয়াটারপ্রুফ Nosie Reduction হেডফোন এর দাম দারাজে ৬৭৮ টাকা। একটানা চার থেকে পাঁচ ঘন্টা ফোনে কথা বলা যাবে। পাশাপাশি চার থেকে পাঁচ ঘণ্টা গান শোনা যাবে. ওয়াটারপ্রুফ এবং চার্জিং পোর্ট রয়েছে এবং চার্জ হতে সময় নেয় 2 ঘন্টা। ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো চার্জিং ভোল্টেজ 5V-1A.
এই হেডফোনটি এম টেন পি ডাবলু এস এর থেকে বেটার ভার্শন। মডেলটা তেমন কোন পরিবর্তন করা হয়নি 5.1 ভার্সনে। লুকিং এর দিক থেকে একই রকম প্রায় বলা যেতে পারে এম টেন ও এম টেন 5.1v তে।
ব্লুটুথ হেডফোন M19 দাম
এই ভার্সনে দুটি মডেল রয়েছে, একটি হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ব্লুটুথ হেডসেট। আরেকটি tws স্পোর্টস 5.1v।
1. M19 tws ওয়ারলেস ব্লুটুথ 5.1 ওয়ারলেস হেডফোন স্টেরিও এয়ার বার্ড টাচ কন্ট্রোল ওয়াটারপ্রুফ এয়ারফোন 2000mAh চার্জিং বক্স গেমিং হেডসেট এর দাম ৭৯৯ টাকা।
ইয়ারফোন দুটি মাত্র ১৫ মিনিটেই চার্জ হয়ে যাবে এবং প্রায় সাত থেকে আট ঘন্টা অনায়াসে গান শুনতে পারবেন পাশাপাশি কল করে কথা বলতে পারবেন।
2. M19 TWS হেডসেট এর দাম ৬০৫ টাকা। ডিজিটাল ডিসপ্লে ব্লুটুথ হেডসেট উইথ ফ্ল্যাশ লাইট এয়ার বার্ডস সাথে মাইক্রোফোন এবং ভালো মানের মিউজিক ইফেক্ট রয়েছে।
সাউন্ড কোয়ালিটি অসাধারণ। আপনি চাইলে পাওয়ার ব্যাঙ্ক এবং ফ্লাসলাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি নয়েজ রেডিয়েশন দেওয়া রয়েছে এবং এটি আরামে পরিবহন করা যায়।
শাওমি ব্লুটুথ হেডফোন দাম ২০২৩
শাওমি হেডফোন এর দাম ২০০০ টাকা। এই হেডফোন টিতে রয়েছে মোবাইল কল ভয়েস রেকর্ডিং এর সুবিধা পাশাপাশি এটি অত্যন্ত স্পষ্ট মানের ভয়েস দিতে সক্ষম। এই ফোনটির 1.25 মিটার লম্বা কেবল দেওয়া রয়েছে। মাইক্রোফোনের সুবিধা আছে এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ 20 থেকে 20000 হার্জ পর্যন্ত। ওজন মাত্র 14 গ্রাম। 3.5 মি.মি ইনপুট প্লাগিং করা।
স্যামসাং ব্লুটুথ হেডফোন দাম ২০২৩
স্যামসাং ব্লুটুথ হেডফোন এর দাম ৮০০ টাকা। ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো এবং জোরালো সাউন্ড সিস্টেম রয়েছে। সাথে পাচ্ছেন একটি চার্জার। এর ব্যাটারি 58mAh। যে কোন এন্ড্রয়েড ফোনে অথবা পিসিতে কানেক্ট করে গান শোনা কথা বলা যাবে। অনলাইনে একটু বেশি আপনি যদি সরাসরি দোকানে গেলেন সেক্ষেত্রে আপনার দাম একটু কম পড়বে।
শেষ কথাঃ হেডফোনের দাম কত ২০২৩
আশাকরি, হেডফোনের দাম কত ২০২৩ সালে সে সম্পর্কে একটি ভাল ধারণা আপনার এসে গেছে। এরপরেও যদি আপনার কোনরকম সমস্যা থেকে থাকে বা আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা আপনার মূল্যবান কমেন্টের আশায় থাকবো ধন্যবাদ সবাইকে।
আপনি চাইলে উপরে দেয়া ভিডিওটি দেখে ব্লুটুথ হেডফোন বাংলাদেশ প্রাইস 2023 সম্পর্কে আরো জানতে পারেন।
আপনার জন্য আরোঃ
- রিয়েল মি 11 Pro দাম বাংলাদেশ
- রিয়েলমি c55 বাংলাদেশ প্রাইস
- আজকের সরিষার বাজার দর
- স্টিলের আলমারি দাম | কাঠের আলমারি ডিজাইন ছবি
- RFL পানির ফিল্টার দাম | পানির ফিল্টারের দাম কত 2023
- প্রেসার কুকার এর দাম ২০২৩ | প্রেসার কুকার price in bangladesh
- রাউটার দাম কত ২০২৩ | ৫০০ টাকার রাউটার
- আর এস খতিয়ান অনুসন্ধান | খতিয়ান অনুসন্ধান