আজকের সরিষার বাজার দর,আসসালামুআলাইকুম, প্রিয় পাঠক-পাঠিকা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সরিষার বাজার দর সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এই পোস্টটি পুরোপুরি পড়লে, আশা করি সরিষার তেলের বাজার দর সম্পর্কে ভালো রকমের একটি আইডিয়া জেনারেট করতে পারবেন।
বর্তমানে 2023 সালে সরিষার তেলের দাম বেড়ে যাওয়ার কারণে সাধারণ জনগণ কিছুটা ভোগান্তির শিকার হচ্ছে। কারণ আপনারা সকলেই জানেন বর্তমানে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলার কারণে তেল, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি সবকিছুর উপর সারাবিশ্বে প্রভাব পড়েছে।
ঠিক তেমনি ভাবে বাংলাদেশেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ওপর দামের প্রভাব পড়েছে। একারনেই সবকিছুর দাম বর্তমানে অনেক বেশি। আমি নিজেকে সরিষার তেল, সয়াবিন তেল, পাম অয়েল তেল ইত্যাদি সবকিছুর দাম নিয়ে আলোচনা করছি।
আজকের সরিষার বাজার দর
আজকের সরিষার তেলের বাজার দর প্রতি লিটার দাম ৩৫০ টাকা থেকে ৩৬০ টাকা। আবার এক লিটার খোলা সরিষার তেলের দাম ২৮০ টাকা থেকে ২৯০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিমণ সরিষার দাম ২৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়াও প্রতি কেজি সরিষার তেলের দাম বর্তমানে ২১০ টাকা থেকে ২৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।
একবারে নতুন বাজারজাত করা তেলুগুলো বাংলাদেশের বাজারে বিক্রি করা হচ্ছে ৩৬০ টাকা থেকে ৩৭০ টাকা প্রতি লিটারে। সরিষার তেলের দাম তো জানলেন! এবার জেনে নেওয়া যাক ১ কেজি সরিষার দাম কত? বর্তমানে ২০২৩ সালে মে মাসে এক কেজি সরিষার দাম ২৩০০ টাকা। আর ১ মণ সরিষা থেকে আপনি প্রায় ১৩ থেকে ১৪ কেজি তেল পাবেন।
আরো পড়ুনঃ
রাঁধুনি সরিষার তেল দাম
- ১ লিটার রাধুনী সরিষার তেলের দাম ৩০০ টাকা।
- রাধুনী সরিষার তেল দাম 500 গ্রাম ১৯০ টাকা।
- রাধুনী সরিষার তেল দাম 250 গ্রাম ৭০ টাকা।
- রাধুনী সরিষার তেল ৫ লিটার এর দাম ১২০০ টাকা।
- রাধুনী সরিষার তেল দাম ৮০ মিলি ২৫ টাকা।
রাধুনী সরিষার তেল সম্পর্কে বলার মত কিছুই নেই। আপনারা সবাই জানেন বাংলাদেশের একমাত্র সরিষার তেলের ব্র্যান্ডের নাম রাধুনী সরিষার তেল। রাধুনী এই কোম্পানিটির প্রোডাক্ট গুলো অনেক ভাল হয়ে থাকে। শুধুমাত্র যে সরিষার তেল তা নয়। রাঁধুনির আরো অনেক রকমের প্রোডাক্ট রয়েছে। রাধুনী মাংসের মসলা, রাধুনী গুড়া মশলা ইত্যাদি সেসব প্রোডাক্ট বাংলাদেশে বর্তমানে অনেক বেশি বিক্রি হচ্ছে।
প্রাণ সরিষার তেল দাম
- ১ লিটার প্রাণ সরিষার তেলের দাম বর্তমানে 300 টাকা।
- এবং প্রাণ সরষের তেল 500 গ্রাম তেলের দাম ১৮০ টাকা।
- এছাড়া ৫ লিটার প্রাণ সরিষার তেলের দাম বর্তমানে ১৩০০ টাকা।
- প্রাণ Mustard ৮০ গ্রাম সরষের তেলের দাম 50 টাকা।
- প্রাণ সরিষার তেল ২৫০ গ্রাম তেলের দাম ৯০ টাকা।
প্রাণ কোম্পানি বাংলাদেশ অনেক আগে থেকেই রাজত্ব করছে। আপনারা সকলেই জানেন প্রাণ এখন বর্তমানে সারাবিশ্বে ছড়িয়ে গেছে। এর প্রোডাক্ট এর মান অনেক ভালো হওয়ার কারণে এতদূর যাওয়া সম্ভব হয়েছে। তাই নিঃসন্দেহে প্রাণ কোম্পানির সরিষার তেল গুলো নিতে পারেন কোন রকম সমস্যা ছাড়াই।
সুরেশ সরিষার তেল দাম
- সুরেশ সরিষার তেল ১ লিটার এর দাম ৩৩০ টাকা।
- সুরেশ সরিষার তেল ২৫০ মিলিগ্রাম এর দাম ৭০ টাকা।
- সুরেশ সরিষার তেল ৫ লিটার এর দাম ১৫০০ টাকা।
- সুরেশ সরিষার তেল ৫০০ গ্রাম এর দাম 180 টাকা।
সুরেশ খাঁটি সরিষার তেল বর্তমানে অনেক ভালো বিক্রি হচ্ছে। আপনারা চাইলে সুরেশ সরিষার তেল নিতে পারেন। অনেক ভালো একটি এবং খাঁটি মানের তেল তারা বিক্রি করে থাকে বাজারে।
মদিনা সরিষার তেল দাম
- মদিনা সরিষার তেলের দাম ২৮০ টাকা প্রতি লিটার।
- ২ লিটার মদিনা সরিষার তেলের দাম ৫৭০ টাকা।
- ২৫০ গ্রাম মদিনা সরিষার তেলের দাম ৯০ টাকা।
- ৫০০ গ্রাম মদিনা সরিষার তেলের দাম ২০০ টাকা।
- ৫ লিটার মদিনা সরিষার তেলের দাম ১৪৫০ টাকা।
- ৫০ গ্রাম মদিনা সরিষার তেলের দাম ২৫ টাকা।
কম দামের মধ্যে মদিনা সরিষার তেল অনেক ভালো একটি তেল। এই তেলের মধ্যে শতভাগ খাঁটি নামটি জড়িয়ে আছে। কারণ মদিনাশরিফ যেরকম আমাদের কাছে পবিত্র। ঠিক সেরকম ভাবেই কোম্পানির প্রোডাক্টগুলো অনেক বিশ্বস্ত এবং খাঁটি। বিশেষ করে মদিনা খাঁটি সরিষার তেল বাংলাদেশের মানুষের কাছে বেশ জনপ্রিয়।
তীর সরিষার তেল দাম
- তীর সরিষার তেল দাম ১ লিটার ৩৮০ টাকা।
- তীর সরিষার তেল দাম ২৫০ গ্রাম ১০০ টাকা।
- তীর সরিষার তেল দাম ৫০০ গ্রাম ২৬০ টাকা।
- তীর সরিষার তেল দাম ৫ লিটার ১২৮০ টাকা।
তীর সরিষার তেল অনেক ভালো। চাইলে নিতে পারেন। দামও খুব বেশি না অল্প দামের মধ্যে ভালো মানের খাঁটি সরিষার তেল তীর কোম্পানি সাপ্লাই করে থাকে বাংলাদেশের বাজারে এবং তীর কম্পানির সরিষার তেম বর্তমানে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব বাজারে জায়গা করে নিচ্ছে। তাই আপনি চাইলে তীর সরিষার তেল নিতে পারেন।
ঘানি ভাঙা সরিষার তেল দাম
ঘানি ভাঙ্গা তেলের দাম প্রতি লিটার এর ৫০০ টাকা। ৫ লিটার এর দাম ১২৫০ টাকা। গরুর ঘানি ভাঙ্গা খাটি সরিষার তেল ২৫০ গ্রাম এর দাম ২৩০ টাকা।
এই ঘানি ভাঙ্গা সরিষার তেলের উপকারিতা অনেক বেশী। কারন এর মধ্যে আছে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম ইত্যাদি অনেক জাতীয় এসিড আছে। যা আমাদের শরীরের জন্য প্রচুর প্রচুর জরুরী। এছাড়া পাশাপাশি ঘানি ভাঙা সরিষার তেলে বিটা ক্যারোটিন আছে। যা আমাদের মাথার চুল এর পিএইচ মান বজায় রাখার জন্য বেশ উপকারী।
এজন্য যত পারবেন তত বেশি করে ঘানি ভাঙ্গা সরিষার তেল খাওয়ার চেষ্টা করবেন এবং মাথায় ও গায়ে মাখার চেষ্টা করবেন।
সরিষার খৈল এর দাম ২০২৩
১ কেজি সরিষার খৈল এর দাম ৭০ টাকা। ৫০০ গ্রাম সরিষার খৈল এর দাম ৪৫ টাকা। ৫ কেজি সরিষার খোল এর দাম ৩২০ টাকা। ১০ কেজি সরিষার দাম ৬৪০ টাকা এক মণ সরিষার খৈল এর দাম ২৫০০ টাকা। সরিষার খৈল সম্পূর্ণভাবে প্রাকৃতিক জিনিস যা জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করা যেতে পারে।
খোলা সরিষার তেলের দাম
বর্তমানে ২০২৩ সালে খোলা সরিষার তেলের দাম ৩০০ টাকা থেকে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে খোলাবাজারে। বর্তমানে খোলা তেলের চাহিদা অনেক বেশি বেড়ে যাওয়ায় এর দাম অনেক বেশী বেড়ে গেছে। যেখানে আগে খোলা সরিষার তেলের দাম ছিল ২৫০ টাকা থেকে ২৮০ টাকার মধ্যে। সেখানে এখন ৩০০ টাকা থেকে ৩২০ টাকায় কিনতে হচ্ছে সাধারণ মানুষদেরকে।
সরিষার তেলের উপকারিতা
আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী সরিষার তেল। এর গুণাগুণ সম্পর্কে বলতে গেলে রাত পেরিয়ে যাবে তবুও এর গুনাগুন সম্পর্কে বলা সম্ভব নয়। এর অনেক প্রকার উপকার রয়েছে। তার মধ্যে আমি কিছু আলাপ আলোচনা করছি; যেমন শরীরের তাপমাত্রা কমাতে বেশ উপকারী সরিষার তেল। পাশাপাশি ওজন কমাতে সরিষার তেল খেলে অনেক ভালো উপকার পাওয়া যায়।
শরীরের তাপমাত্রা কমাতে সরিষার তেল অনেক বেশি সাহায্য করে, পাশাপাশি ক্যানসার প্রতিরোধী একটি বিশেষ হরমোন সৃষ্টি করে যা ক্যান্সার প্রতিরোধের জন্য যথেষ্ট। এছাড়াও সরিষার তেল দিয়ে শরীরের বিভিন্ন অংশে ব্যথা নিরাময়ের জন্য মালিশ করা যায়। পাশাপাশি ত্বকের যত্ন নেওয়া যায় সরিষার তেলের মাধ্যমে।
চুলে সরিষার তেলের উপকারিতা
প্রতিদিন নিয়মিত সরিষার তেল মাথায় দিলে অনেক প্রকার উপকারিতা পাওয়া যায়। তার মধ্যে সর্বপ্রথম হল চুলের পিএইচ মান ঠিক রাখে। এই সরিষার তেল কারণ সরিষার তেলের মধ্যে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। যা চুলকে নিষ্প্রাণ হয়ে যাওয়া থেকে বাঁচিয়ে থাকে। এছাড়াও মাথাকে ঠান্ডা রাখার জন্য নিয়মিত সরিষার তেল মাথায় দেওয়া ভালো। বিভিন্ন প্রকার রোগ বালাই এর হাত থেকে বাঁচার জন্য নিয়মিত সরিষার তেল মাথায় দেওয়া ভালো।
চুলের রং ঘন কালো করার জন্য সরিষার তেল এর জুড়ি নেই। চুলকে কালো করার সাথে সাথে চুলকে মজবুত ও শক্ত বানানোর জন্য একমাত্র আপনি প্রতিদিন নিয়মিতভাবে সরিষার তেল মাথায় দিলে হবে। কারণ সরিষার তেল সম্পূর্ণভাবে প্রাকৃতিক একটি জিনিস। আর প্রাকৃতিক জিনিসের গুণাবলীর শেষ নেই।
কানে সরিষার তেল দিলে কি হয়?
অনেক দিন কান পরিষ্কার করার কারণে কানের মধ্যে ময়লা জমে যায়। ঠিক এই সময় যদি আপনি সরিষার তেল খানে দেন, সে ক্ষেত্রে সেই ময়লা গুলোকে সরিষার তেল জমা দিয়ে দিবে।
পরবর্তীতে আপনি যে কোন কিছুর মাধ্যমে সুন্দরভাবে কারও সাহায্য নিয়ে কানের ময়লা বের করে নিতে পারবেন। এর পাশাপাশি কানের যদি ব্যথা হয়ে থাকে, কানের ব্যথা নিরসনে সরিষার তেল এর জুড়ি নেই।
ত্বকে সরিষার তেলের উপকারিতা
ত্বকে সরিষার তেলের উপকারিতা বলে শেষ করার মত নয়। কারণ আমাদের ত্বক যখন রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। তখন আমরা সরিষার তেল ব্যবহার করতে পারি। কারণ রুক্ষ ও শুষ্ক ত্বকে সরিষার তেলের মাধ্যমে সমাধান করা যায়।সরিষার তেল মাখার ফলে শরীরের ত্বক কোমল হয়ে যায়। বিশেষ করে বাচ্চাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য সরিষার তেলের বিকল্প কোনো কিছুই নেই। তাই বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই সরিষার তেল মাখিয়ে দেওয়া হয়।
বাচ্চাদের হাড় শক্ত করার জন্য সরিষার তেল এর জুড়ি নেই।কারণ সরিষার তেলের এর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ভিটামিন। তাই আপনি নির্দ্বিধায় সরিষার তেল গায়ে মাখতে পারেন। এতে যেমন শরীরের উপকার হবে তেমনি ত্বকেরও উপকার হবে।
সরিষার তেলে কোন এসিড থাকে?
সরিষার তেলের মধ্যে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড।
শেষ কথাঃ
আজকের সরিষার বাজার দর, সম্পর্কে আশা করছি আপনারা সবাই জেনে গেছেন। যদি আপনাদের কোনরকম মন্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।