আজকের ভুট্টার বাজার দর ২০২৩,আসসালামুআলাইকুম, প্রিয় পাঠক-পাঠিকা। আশা করি সবাই অনেক ভাল আছেন। আর আমিও অনেক ভালো আছি। আপনারা আমার এই পোস্টে এসেছেন শুধুমাত্র ভুট্টার দাম জানার জন্য। আপনারা গুগলে অনেকেই সার্চ করছেন ভুট্টার দাম কত? আজকের ভুট্টার বাজার দর ইত্যাদি ইত্যাদি লিখে।
কিন্তু সঠিক কোনো আরটিকেল আপনার চোখে পড়ছে না। তাই আমি আজকে এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে ভুট্টার সঠিক দাম সম্পর্কে এবং আজকের ভুট্টার বাজার দর ২০২৩ সম্পর্কে একদম ডিটেইলে আলোচনা করব। তাই দয়া করে পুরো আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।
ভুট্টার বাজার দর ২০২৩, এক কেজি ভুট্টার দাম কত? ভুট্টার বাজার দর সব সময় ওঠানামা করে। অর্থাৎ দাম কখনোই স্থির থাকে না। তাই আমি আপনাদেরকে আজকের ভুট্টার বাজার দর কত? সে সম্পর্কে নিচে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের অনেক উপকার হবে। এছাড়া পাশাপাশি ভুট্টার উপকারিতা কি? এবং আর যদি কেউ ব্যবসা করতে চান সেই ব্যবসা লাভজনক কিনা! সেই ব্যাপারে আজকে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে আজকের পোষ্টে চলে যাওয়া যাক।
আজকের ভুট্টার বাজার দর ২০২৩
বর্তমানে সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ার কারণে ভুট্টার দাম বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে এক মন ভুট্টা ৬৫০ টাকা থেকে ৭০০ টাকা দরে বিক্রি হয়েছিল। কিন্তু এখন ভুট্টার পাইকারি বিক্রেতারা এক মন (৪০ কেজি) ভুট্টার দাম ১২০০ টাকা থেকে ১২৫০ টাকা পর্যন্ত বিক্রি করছে।
১ কেজি ভুট্টার দাম কত?
খুচরা বাজারে ১ কেজি ভুট্টার দাম ৪৫-৫০ টাকা।
তবে যারা ব্যবসার উদ্দেশ্যে ভুট্টা কিনবেন তাদের কিছু বিষয়ের উপর গুরুত্ব সহকারে দেখা উচিত। ভুট্টা নেওয়ার আগে অবশ্যই ভোটার মান যাচাই করে নেওয়া আবশ্যক। অর্থাৎ ভুট্টা কোন গ্রেডে রয়েছে। এ গ্রেডের ভুট্টাগুলো সবচেয়ে ভালো হয়ে থাকে। বি গ্রেডের ভুট্টাগুলো তার চেয়ে একটু কম ভাল। এবং সি গ্রুপের ভুট্টা একদমই ভালো নয়।
ভুট্টার গ্রেড বিবেচনার পরে আপনাকে ভুট্টা আদ্রতা সম্পর্কে জানতে হবে। ভোটের আদ্রতা মাপার মেশিন রয়েছে। সেই মেশিনের মাধ্যমে আপনি ভোটার আদ্রতা মেপে সেই ভুট্টা নেবেন। যারা ভুট্টার বীজ কিনতে চান তাদের জন্য ভোটার আদ্রতা মাপা অত্যন্ত জরুরী তা না হলে আপনার ফসল ভাল হবেনা।
আরো পড়ুন
আন্তর্জাতিক বাজারে ভুট্টার দাম ২০২৩
বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হওয়ার কারণে বিশ্বব্যাপী একটি বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যার ফলে পণ্যের দাম আন্তর্জাতিক পর্যায়ে থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সাধারণ জনগণ পর্যন্ত এই প্রতিক্রিয়ার শিকার হয়েছে। তারই ধারাবাহিকতায় সর্বশেষ ভুট্টার দাম আগের দিনের তুলনায় ৯২ শতাংশ বেড়েছে আন্তর্জাতিক বাজারে।
বর্তমানে প্রতি বুশেল (৬০ পাউন্ড) ভুট্টা বিক্রি হচ্ছে ৩ ডলার ৮২ সেন্ট।
ভুট্টা বীজের দাম
ভালো মানের ভুট্টা বীজের দাম বর্তমানে একটু বেশি। ৯৮৪ গোল্ড থাইল্যান্ডের জাত এক প্যাকেট ভুট্টা বীজের দাম ১৫৪০ টাকা।
মেজর ৩৩৫৫ হাইব্রিড ভুট্টা এক কেজি প্যাকেট ৭০০ টাকা। ৩৩ শতকে ফলন ৫৫ থেকে ৬০ মন। সহজেই ঝড়-বৃষ্টিতে এই বীজ ঝরে পড়বে না পাশাপাশি খরা সহিষ্ণু সহনীয়।
ইউনাইটেড ৫৫ হাইব্রিড ভুট্টা প্রতি এক প্যাকেট ৬২০ টাকা একর প্রতি ফলন দিবে ১৮০ থেকে ১৯০ মন।
ভুট্টা বীজ, খই ভুট্টা ৫৫ টাকা প্রতি কেজি।
বারি হাইব্রিড ভুট্টা ১৬, বারি হাইব্রিড ভুট্টা ১৭, ডব্লিউ এম আর আই হাইব্রিড ভুট্টা ১, এই ভুট্টা গুলোর প্রতি কেজির দাম ১৫০ টাকা সরকার নির্ধারিত।
সিনজেনটা ভুট্টা বীজ NH7720 এর দাম ৫০০ টাকা।
বিল্লা ৪৫৫৫ = ২ কেজি ১৫৫০ টাকা।
লন্ডন ৫=১কেজি ৮২৫ টাকা।
আলফা X81 = ৫০০ টাকা কেজি।
সোনার বাংলা ৭২ = ৮০০ টাকা কেজি।
পাইওনিয়ার ভুট্টা ৩৩৫৫ বীজের দাম ২ কেজি ১৯০০ টাকা।
ভুট্টা খাওয়ার উপকারিতা
ভুট্টা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক প্রয়োজনীয় একটি জিনিস। ভুট্টা খেলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। পুষ্টিগুণে ভরা।ভুট্টা যেহেতু আশ, এতে বায়োফ্লাভোনয়েডস কেরোটিনয়েডস ইত্যাদির মত প্রচুর এন্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরকে সুস্থ রাখে।
এর পাশাপাশি বর্ষাকালে আমাদের শরীরে নানা রকম পানিবাহিত রোগ দেখা দেয়। ভুট্টা খেলে সেসব পানিবাহিত রোগ ভালো হয়ে যায় এবং এসবের সংক্রমণের ঝুঁকি অনেক কমে যায়।
ভুট্টা আমাদের মুখের রুচি বাড়াতে অনেক সাহায্য করে। পাশাপাশি হজমেও সহায়তা করে। কারণ ভুট্টাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সাহায্য করে।
এছাড়াও ভুট্টা রক্তস্বল্পতা দূর করে। শরীরে শক্তি যোগায়। খারাপ কোলেস্টেরল কে নিয়ন্ত্রণ করে, দৃষ্টিশক্তি বাড়ায়।
শেষ কথাঃ ১ কেজি ভুট্টার দাম কত?
আশাকরি, উপরে আজকের ভুট্টার বাজার দর 2023 সম্পর্কে আপনারা ভালোমতো একটা ধারণা পেয়েছেন। আর সব সময় ভুট্টার দাম এক থাকেনা এর বাজারদর সবসময় ওঠানামা করে। আমি সম্ভাব্য একটি বাজারদর দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন।
1 Comment
Hi there! I’m at work browsing your blog from
my new iphone! Just wanted to say I love reading your blog and
look forward to all your posts! Keep up the outstanding
work!