মেহেদী দাম ২০২৫, প্রিয় পাঠক-পাঠিকা আশা করি সবাই অনেক ভাল আছেন। কোন মেহেদী সবচেয়ে ভালো ২০২৫ সালে এটা নিয়ে গুগলে অনেকেই সার্চ করছেন। তো আজকে আমি আপনাদেরকে মেহেদির দাম ২০২৫ এবং কোন মেহেদী সবচেয়ে ভালো ২০২৫ সালে সে বিষয়ে বিস্তারিত একটি ধারণা দিব। যার জন্য আপনার জানতে এবং বুঝতে অনেক সুবিধা হবে কোন মেহেদিটা আপনার জন্য দরকার।
ঈদ এলে প্রতিটি মানুষেরই মেহেদী দেয়া একটি শখের বিষয়। বিশেষ করে ছোট বাচ্চাদের মেহেদী না দিলে যেন চলেই না। পাশাপাশি বৃদ্ধ, যুবক, যুবতী কমবেশি সবাই মেহেদি দিয়ে থাকে হাতের মধ্যে। এটা একরকম ঐতিহ্যে পরিণত হয়েছে আমাদের দেশে। বহুবছর থেকে এই রীতি ধারাবাহিকভাবে প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে আসছে। বাজারে অনেক রকম মেহেদী রয়েছে। আজকে একটি একটি করে ভাল ভাল ব্র্যান্ডের মেহেদির দাম সম্পর্কে সুস্পষ্ট আলোচনা করব। আপনাদের ধৈর্য ও পুরো পোস্ট পড়ার জন্য অনুরোধ করছি।
আরও পড়ুনঃ
মেহেদী দাম ২০২৫
যেহেতু বাজারে মেহেদির অনেক চাহিদা রয়েছে, সেহেতু বাজারে অনেক রকম ব্র্যান্ডের মেহেদীও রয়েছে। তার মধ্যে সবার পরিচিত কয়েকটি ব্র্যান্ডের মেয়েটির নাম হল, যেগুলো বাংলাদেশী প্রথম সেগুলোর নাম বলছে প্রথমত,
- মমতাজ মেহেদী
- লিজান মেহেদী
- রাঙ্গাপরী মেহেদী
- শাহজাদী মেহেদী
- এছাড়াও এলিট মেহেদীও অনেক নাম করা ব্রান্ডের মেহেদী।
এর পাশাপাশি বিদেশি কিছু ব্র্যান্ড বাংলাদেশ ভালো জায়গা করে নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে
- কাভেরি মেহেদী
- কাশ্মীরি মেহেদী
- আলমাস মেহেদী
- প্রেম দুলহান মেহেদি ইত্যাদি।
মমতাজ মেহেদী দাম ২০২৫
মমতাজ গোল্ড মেহেদী 25 গ্রাম প্যাকেজের মূল্য 262 টাকা এক ডজন প্রতি পিস এর দাম সেই হিসেবে পড়বে ২২ টাকা কিন্তু আপনি যদি অনলাইনে এসব মেহেদি কিনতে চান সেক্ষেত্রে আপনাকে পাইকারি রেটে কিনতে হবে। বিভিন্ন রকমের ওয়েবসাইট এইসব মেহেদী পাইকারি রেটে খুব অল্প দামে বিক্রি করে থাকে। আপনি google-এ সার্চ করলেই এসব ওয়েবসাইট পেয়ে যাবেন।
লিজান একটিভ গোল্ড মেহেদী দাম ২০২৫
লিজান একটিভ গোল্ড মেহেদী 25 গ্রাম একটি প্যাকেজের মূল্য মাত্র 29 টাকা। ব্যবহারের 5 মিনিটের মধ্যেই মনের মত রং হয়ে যাবে। এবং সেই রং গারো এবং দীর্ঘস্থায়ী হতে ২০ থেকে ১৫ মিনিট সময় লাগবে। অনেক ভালো মানের একটি বাংলাদেশি ব্র্যান্ড আপনি চাইলে নিঃসন্দেহে লিজান একটিভ গোল্ড মেহেদী কিনতে পারেন। তবে হাতে শুকানোর পর মেহেদি গুলো সরিয়ে ফেলতে হবে এবং মেহেদির টিউবের মুখে সামান্য পানি থাকলে ঝরিয়ে নিতে হবে। যখন আপনি হাতে মেহেদি দিবেন হাতের তালুতে আলতোভাবে মেসেজ করে তারপর ব্যবহার করলে সাথে সাথেই সাবান-শ্যাম্পু লাগাবেন না কখনো।
রাঙাপরী একটিভ গোল্ড মেহেদী দাম ২০২৫
রাঙাপরী একটিভ গোল্ড মেহেদী 25 গ্রাম একটি প্যাকেটের মূল্য মাত্র ৩১ টাকা। এই মেহেদী বাংলাদেশের বাজারে বেশ ভালো একটি মেহেদি এবং খুব অল্প সময়ের মধ্যেই গারোরা লাল রং হাতের মধ্যে এসে যায় এবং সেইরম অনেক দীর্ঘ দীর্ঘস্থায়ী হয় আপনি চাইলে খুব সহজেই একটিভ গোল্ড মেহেদী টি নিতে পারেন কোন রকম সন্দেহ ছাড়াই।
Smart Active Gold Mehndi Price 2025
স্মার্ট একটিভ গোল্ড মেহেদী একটি প্যাকেটের মূল্য মাত্র ৩০ টাকা। অত্যন্ত আধুনিক ফর্মুলায় মেহেদী টি তৈরি করা হয়েছে। স্মার্ট একটিভ গোল্ড মেহেদী ব্যবহারের 5 মিনিটের মধ্যেই হাতের রং লাল হয়ে যায়। এবং গারো করতে 20 থেকে 30 মিনিট সময় লাগে। এই মেহেদির সাধারণ মেহেদির মত নয়। নযের দিয়ে পছন্দমতো ডিজাইন করা যায়। এবং ব্যবহার অনেক সাবলীল। সম্পুর্ন হালাল পন্থায় তৈরি। কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন।
শাহজাদী গোল্ড মেহেদী দাম ২০২৫
শাহজাদী গোল্ড মেহেদী এক প্যাকেট এর দাম ৫০ টাকা। মাত্র ২০-৩০ মিনিটের মধ্যেই টকটকে লাল রং এনে দিবে শাহজাদী গোল্ড মেহেদী ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। এর পাশাপাশি রং চোখে যাওয়ার কোনো সম্ভাবনা নেই খুব নিশ্চিন্তে আপনি এই শাহজাদী গোল্ড মেহেদী ব্যবহার করতে পারবেন।
কাভেরি মেহেদী দাম
কাভেরি মেহেদী প্রতিপিস ৩০ টাকা এবং ১ বক্স ৩০০ টাকা। ১০০% অরজিনাল কাভেরি মেহেদী পাওয়ার জন্যে আপনাকে একটু ভালোভাবে খোঁজাখুঁজি করতে হবে। অন্যথায় এই ব্র্যান্ডের অনেক নকল কোম্পানিও বের হয়েছে। যার মাধ্যমে আপনি প্রতারিত হতে পারেন। অনেকেই মনে করেন কাভেরি মেহেদী কি হালাল? তাদের জন্য বলছি যে, হ্যা। এই মেহেদি টি ১০০% পিওর ও হালাল উপাদান দিয়ে তৈরি করা হয়। তাই আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে কাভেরি মেহেদী নিতে পারেন। এই মেহেদী বিশেষ বৈশিষ্ট হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই আপনার হাতের রং লাল টকটকে করে দেবে। পাশাপাশি দীর্ঘস্থায়ী রং থাকবে আপনার হাতে স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি যেকোনো ডিজাইন ডিজাইন চার্ট দিয়ে দেখে করতে পারেন।
কাশ্মীরি মেহেদী দাম কত
কাশ্মীরি মেহেদির একটি প্যাকেটের মূল্য ৩০ থেকে ৪০ টাকা নিতে পারে। যেকোনো কসমেটিকস এর দোকানে এই মেহেদিটি পাবেন। এটি গাঢ় লাল রঙের একটি কালার শেভ দিবে হাতে। যারা একটু বেশি গাঢ় রঙের লাল কালার পছন্দ করেন তাদের জন্য এই কাশ্মীরি মেহেদী বেস্ট বলে আমি মনে করি। এই মেহেদী সাধারণত সাত থেকে আট দিন হাতের রং থাকবে। আর যারা একটু বেশি পানিতে কাজ করেন তাদের হাতে পাঁচ থেকে ছয় দিন এই মেহেদির রং থাকবে। অন্যান্য মেহেদী তুলনায় এই মেয়েটি অনেক ভালো। এবং ব্যবহারেও অনেক সহজ। তবে এই মেহেদি কিনতে গেলে আপনাকে অবশ্যই কিছু সর্তকতা অবলম্বন করতে হবে। যেমন এই মেহেদির বক্সের ভেতরে মেহেদির প্যাকেটের উপরে সাদা রঙের একটি স্টিকার দেওয়া থাকবে। যে স্টিকার টি যদি অন্য কোন মেহেদির মধ্যে না থাকে তাহলে সেই মেয়েটি নিবেন না।
আলমাস মেহেদী দাম ২০২৫
আলমাস হারবাল মেহেদী প্রতিটি পেকেটের মূল্য ৫৭ টাকা। এটি আপনি অনলাইনে অফলাইনে দুই জায়গাতেই পেয়ে যাবেন। অনেক ভালো মানের একটি মেহেদী টি। যারা একটু হাল্কা লাল কালার পছন্দ করেন তাদের জন্য এই মেহেদিটা পেস্ট বলে আমি মনে করি। এর কালার পাঁচ থেকে ছয় দিন আপনার হাতে থাকবে এবং ব্যবহারেও অনেক সহজ। তবে কিনে নেওয়ার আগে অবশ্যই আসল নকল চেক করে তারপর কিনবেন।
Prem Dulhan mehndi price in Bangladesh
প্রেম দুলহান মেহেদী প্রতি পিস এর দাম মাত্র ২২ টাকা এবং একটি বক্সের দাম ২৪০ টাকা। এটা আপনার হাতের স্কিনের সাথে অনেক ভালভাবে কালার টি ম্যাচ করবে। কোনরকম কেমিক্যাল ছাড়াই এটি তৈরি। এবং উজ্জলতার দিক দিয়ে অনেক বেশি ভালো। এই মেহেদী এটি সম্পুর্ন হারবাল এবং প্রাকৃতিক কোনরকম সাইড ইফেক্ট এরমধ্যে আপনি পাবেন না। এবং খুব অল্প সময়ের মধ্যেই হাতে সুন্দর একটি লাল রঙের দেয় মেহেদি দেওয়ার পর 60 থেকে 90 মিনিটের মাথায় অনেক সুন্দর একটি লাল রঙের কালার নিয়ে আসে আপনার হাতে। এবং এরপরে আপনি যতই পানি লাগান না কেন এই রঙ আপনার হাত থেকে সহজে উঠে যাবে না।
কোন মেহেদী সবচেয়ে ভালো ২০২৫
আপনাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে এত এত মেহেদির ভিড়ে কোন মেহেদী টি সবচেয়ে ভালো তাও এই ২০২৩ সালে। আমি আপনাদেরকে সহজ এবং শুদ্ধ ভাষায় বলে দিচ্ছি, আমি যতগুলো মেহেদির দাম সম্পর্কে এবং মেয়েদের গুনাগুন সম্পর্কে আপনাদেরকে বললাম এবং আপনারা পড়লেন উপরে। সে সবগুলো মেহেদী বাজারে ভালো একটি অবস্থানে দাঁড়িয়ে আছে। এবং বেশিরভাগ মানুষ এই সবগুলো মেহেদী বেশি ব্যবহার করে থাকে। এসব গুলো মেহেদি অনেক ভাল মানের এবং আপনি চাইলে নিঃসন্দেহে এইসব মেহেদী কিনে ব্যবহার করতে পারেন। কোন রকম সাইডএফেক্ট এবং কোনো রকম ক্ষতি ছাড়াই। এখন সিদ্ধান্ত আপনার উপর। আপনি কোনটা ব্যবহার করবে এখানে সবগুলোই ভাল চাইলে আপনি সবগুলো ইউজ করতে পারেন আবার চাইলে যেকোনো একটি বাছাই করে সেটি ইউজ করে দেখতে পারেন।
শেষ কথাঃ মেহেদী দাম ২০২৫ | কোন মেহেদী সবচেয়ে ভালো ২০২৫
মেহেদী দাম ২০২৫, মেহেদী দাম ২০২৫ আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। কোন মেহেদির কিরকম দাম এবং কোন মেহেদী সবচেয়ে ভালো। এরপরও যদি আপনাদের কোনরকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই আমাদেরকে কমেন্টে সেকশনে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে।