Close Menu
    Facebook X (Twitter) Instagram
    BDitbari
    Facebook X (Twitter) Instagram
    Button
    • Home
    • Technology
    • Mobiles
    • Foods
    • Govt Misc
    • Islam
    • Educations
    • Gold Price
    BDitbari
    Home - প্রযুক্তিপণ্য - সোলার প্যানেল এর দাম 2023 | ১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত
    প্রযুক্তিপণ্য

    সোলার প্যানেল এর দাম 2023 | ১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

    Monir HossainBy Monir HossainJune 9, 2023Updated:July 13, 20241 Comment9 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    সোলার প্যানেল এর দাম 2023, আসসালামু আলাইকুম, প্রিয় পাঠক পাঠিকা। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদেরকে সোলার প্যানেল বা সৌর বিদ্যুৎ এর দাম কত 2023 সালে! সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব। এর পাশাপাশি আপনি জানতে পারবেন কোন কোম্পানির সোলার প্যানেল সবচেয়ে ভালো? 
    এবং কম দামে অনেকদিন টিকবে এরকম সোলার প্যানেল এর দাম কত? ইন্ডিয়াতে সোলার প্যানেলের দাম কত? ইত্যাদি সব বিষয়ে আজকের এই আর্টিকেলে উপস্থাপন করতে চলেছি। তাই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে লাভ আপনারই হবে।
    সোলার প্যানেল এর দাম 2023 | ১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

     

    Table of Contents

    Toggle
        • সোলার প্যানেল কি?
          • আরও পড়ুন:-
    • সোলার প্যানেল এর দাম 2023
      • ১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত
      • ১৫০ ওয়াট সোলার প্যানেলের দাম কত
      • 50 ওয়াট সোলার প্যানেলের দাম কত
      • 100 ওয়াট সোলার প্যানেলের দাম কত
      • ২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত
      • ৩০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত
      • ৫০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত
      • ৩০ ওয়াট সোলার প্যানেলের দাম কত
      • ২০ ওয়াট সোলার প্যানেলের দাম কত
      • ৪০ ওয়াট সোলার প্যানেলের দাম কত
      • ৬৫ ওয়াট সোলার প্যানেলের দাম কত
      • ৬০ ওয়াট সোলার প্যানেলের দাম কত
      • ১০ ওয়াট সোলার প্যানেলের দাম কত
      • মিনি সোলার প্যানেল এর দাম
      • রহিম আফরোজ সোলার প্যানেলের দাম
      • সোলার প্যানেল কোনটা ভালো
      • সোলার প্যানেল এর সুবিধা
      • সোলার ওয়ানেল এর অসুবিধা 
        • শেষ কথা:-
        • আপনার জন্য আরোঃ

    সোলার প্যানেল কি?

    সোলার প্যানেল হল সূর্যের আলো শোষণ করে যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে তাকে সোলার প্যানেল বলা হয়। সোলার প্যানেল আসলে সৌর কোষ বা Photovoltaic cell এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে থাকে। এই সোলার প্যানেল আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে প্রকারের উপর ভিত্তি করে একে দুই ভাগে ভাগ করা হয়, 
    -Mono-Crystalline 
    -Poly-Crystalline

    আরও পড়ুন:-

    • হেলমেট প্রাইস ইন বাংলাদেশ
    • স্কেটিং জুতা দাম কত | চাকা জুতা BD price 
    • মেহেদী দাম ২০২৩
    • রিমোট কন্ট্রোল বেকু গাড়ির দাম ২০২৩ 
    • বসুন্ধরা টিস্যু দাম 

    সোলার প্যানেল এর দাম 2023

    বর্তমানে বাংলাদেশে সোলার প্যানেলের দাম ৫০ ওয়াট সোলার প্যানেলের দাম ৩৬০০ টাকা। ১৫০ ওয়াট সোলার প্যানেল এর দাম ১০ হাজার টাকা। ১০০ ওয়াট সোলার প্যানেলের দাম ৯ হাজার টাকা। ২০০ ওয়াট সোলার প্যানেলের দাম ১০,৫০০ টাকা। ৫০০ ওয়াটের সোলার প্যানেলের দাম ৩৫০০০ টাকা। ১০ ওয়াট সোলার প্যানেলের দাম ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। ১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম বাংলাদেশে প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ টাকা
     
    ৩০ ওয়াট সোলার প্যানেলের দাম ২০০০ টাকা। ৪০ ওয়াটের সোলার প্যানেলের দাম ৩১০০ টাকা থেকে ৩৬০০ টাকার মধ্যেই পাবেন। ৬৫ ওয়াট সোলার প্যানেলের দাম ৫০০০ থেকে ৫,৫০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। ৬০ ওয়াট সোলার প্যানেলের দাম  ৩৫০০ থেকে ৪৫০০ টাকা মধ্যেই পেয়ে যাবেন। ৩০০ ওয়াট সোলার প্যানেলের দাম ১৩,০০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
     

    ১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

    ১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম বাংলাদেশে প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন। স্পেসিফিক ভাবে এই সোলার প্যানেল সম্পর্কে বলার মত কিছুই নেই। কারণ যেখানে দাম বেশি সেখানে জিনিস বা প্রোডাক্টও অনেক ভালো হবে এটাই স্বাভাবিক। তবে এই সোলার প্যানেল টি অনেক দ্রুত চার্জ হবে। মাত্র দুই তিন ঘণ্টার মধ্যেই চার্জ হয়ে যাবে সূর্যের আলোর মাধ্যমে। 
    আর ব্যাকআপ দিবে প্রায় চার থেকে পাঁচ দিন একবার চার্জ হয়ে গেলে। এর জন্য অনেক ভালো রকমের ব্যাটারি কিনতে হবে। ১০০০ ওয়াট সোলার প্যানেলের মাধ্যমে আপনি প্রায় দশটি মোবাইল, পাঁচটি ফ্যান, দুইটি টিভি ও একটি এসি চালাতে পারবেন। এবং আনুষাঙ্গিক সব কাজই করতে পারবেন।

    ১৫০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

    ১৫০ ওয়াট সোলার প্যানেল এর দাম ১০ হাজার টাকা। ৪০০ এম্পিয়ার এবং ২৪ ভোল্টের ব্যাটারি মাধ্যমে খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে সারাদিন ব্যবহার করতে পারবেন। কোনরকম সমস্যায় পড়তে হবে না। 150 ওয়াট সোলার প্যানেল সর্বোচ্চ 105 ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম তিনি 5 ঘন্টার জন্য সূর্যের আলো দিলে আপনি 525 ওয়াট ঘন্টা পাবেন যা প্রায় 40 অ্যাম্প ঘন্টা। 

    50 ওয়াট সোলার প্যানেলের দাম কত

    ৫০ ওয়াট সোলার প্যানেলের দাম ৩৬০০ টাকা। এই সোলার প্যানেলটি ঘন্টায় ২.৭৫ এম্পিয়ার বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। ৬ থেকে ৭ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। এবং চার্জ এত দ্রুত হয়ে যাবে যে আপনি অনায়াসে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ এর সুবিধা পাবেন। আর আপনার যদি গ্লাস ম্যাট ব্যাটারি থাকে তাহলে  ২-৩ ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে। এবং আপনার যদি গ্লাস ম্যাট ব্যাটারি না থাকে সেক্ষেত্রে আপনার একটু সময় লাগতে পারে পুরো চার্জ হতে। ২০ ওয়াটের সোলার প্যানেলের দাম ১৫০০ টাকা থেকে ১৮০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। 

    100 ওয়াট সোলার প্যানেলের দাম কত

    ১০০ ওয়াট সোলার প্যানেলের দাম ৯ হাজার টাকা। এই সোলার প্যানেলের মাধ্যমে প্রতিদিন ৩০০ থেকে ৬০০ ওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন। যার মাধ্যমে অনায়াসে এক থেকে দুই দিন বিদ্যুতের সুবিধায় গ্রহণ করতে পারবেন। আর ১০০ ওয়ার্ড সৌর প্যানেল এর মাধ্যমে আপনি সর্বোচ্চ ১২ ভোল্টের ব্যাটারি চার্জ দিতে পারবেন। ১০০ ওয়াট সোলার প্যানেল কোনরকম বাধা ছাড়াই কমপক্ষে চার ঘন্টার মধ্যেই সূর্যের আলোর মাধ্যমে ফুল চার্জ হয়ে যায়।

    ২০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

    ২০০ ওয়াট সোলার প্যানেলের দাম ১০,৫০০ টাকা। এই সোলার প্যানেল অনেক ভালো। এই সোলার প্যানেলের মধ্যে আপনি ভালো মানের একটি সোলার পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন। এই সোলার প্যানেলের মধ্যে আপনি একটি ছোট্ট ফোয়ারা, একটি ল্যাপটপ এবং বেশ কয়েকটি চার্জার চালাতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে দ্রুত চার্জ হয়ে যায়। এবং এর মাধ্যমে অর্থাৎ এই ২০০ ওয়াট সোলার প্যানেলের মাধ্যমে অনায়াসে আপনি ১ থেকে ২ দিন বিদ্যুতের সুবিধা পাবেন। যা অন্য কোন সোলার প্যানেলে আপনি নাও পেতে পারেন।

    ৩০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

    ৩০০ ওয়াট সোলার প্যানেলের দাম ১৩,০০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে এই দাম সব জায়গায় এক নয়। বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম দাম নির্ধারণ করে রেখেছে। তাই একটি সম্ভাব্য দাম বলে দেওয়ার চেষ্টা করলাম।

    ৫০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

    ৫০০ ওয়াটের সোলার প্যানেলের দাম ৩৫০০০ টাকা। এই সোলার প্যানেল টি চায়নার উৎপাদন করা হয়।  ৫০০ ওয়াট এর ম্যাক্সিমাম পাওয়ার। ২০ বছরের ওয়ারেন্টি পাবেন। গ্রিন ব্র্যান্ডের এই ৫০০ ওয়াট সোলার প্যানেল টি একবার চার্জ হতে সময় নেয় চার থেকে পাঁচ ঘন্টা। এর পরে আপনি প্রায় দুই থেকে তিন দিন বিদ্যুতের সুবিধা নিতে পারবেন। এর মাধ্যমে একটি ল্যাপটপ, বেশ কিছু মোবাইল এবং একটি ছোট্ট টেবিল ফ্যান চার্জ করতে পারবেন।

    ৩০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

    ৩০ ওয়াট সোলার প্যানেলের দাম ২০০০ টাকা। এবং ৩০ ওয়াট সোলার প্যানেলে আপনি ব্যবহার করতে পারবেন 12 ভোল্টের ব্যাটারি চার্জিং ২৫০ এম্পিয়ার ঘন্টা দিনে ৬ থেকে ১২ এম্পিয়ার বা তার বেশি বিদ্যুৎ দিয়ে থাকে এই ৩০ ওয়ার্ড এর সোলার প্যানেলটি। এটি অনেক তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। এবং চার্জ হতে সময় নিবে প্রায় ৭ থেকে ৮ ঘন্টা। এর সাহায্যে আপনি একটি লাইট ও একটি ফ্যান প্রায় তিন থেকে চার ঘন্টা চালাতে পারবেন।

    ২০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

    ২০ ওয়াটের সোলার প্যানেলের দাম ১৫০০ টাকা থেকে ১৮০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।  দামে ও গুণগত মানের দিক থেকে বেশ উন্নত এই সোলার প্যানেলটি। যাদের বাজেট কম, তারা চাইলে ২০ ওয়াটের এই সোলার প্যানেলটি নিতে পারেন। কারণ এর মধ্যে আপনি একটি ফ্যান ও একটি লাইক দুই থেকে তিন ঘন্টা অনায়াসে চালাতে পারবেন। পাশাপাশি একটি ছোট্ট মোবাইল ফোনে চার্জ দিতে পারবেন।

    ৪০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

    ৪০ ওয়াটের সোলার প্যানেলের দাম ৩১০০ টাকা থেকে ৩৬০০ টাকার মধ্যেই পাবেন। ৪০ ওয়াটের এই ছোট্ট সোলার প্যানেলের মাধ্যমে আপনি ছোটখাটো ও আনুষাঙ্গিক অনেক কাজ করতে পারবেন। যেমন একটি মোবাইল চার্জ করতে পারবেন, একটি ফ্যান ও একটি লাইট চালাতে পারবেন। এর পাশাপাশি আপনি একটি ছোট্ট টেবিল ফ্যান ও চালাতে পারবেন। তবে বলে রাখা ভালো 40 ওয়াটের এই সোলার প্যানেলটি চার্জ হয় অনেক তাড়াতাড়ি। 
    সরাসরি সূর্যের আলোর মাধ্যমে মাত্র পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যায়। এবং 10 থেকে 12 ঘন্টা অনায়াসেই এর সুবিধা ভোগ করা যায়। এক থেকে দেড় বছর এর ওয়ারেন্টি পেয়ে যাবেন ৪০ ওয়াটের সোলার প্যানেল টি কিনলে।

    ৬৫ ওয়াট সোলার প্যানেলের দাম কত

    ৬৫ ওয়াট সোলার প্যানেলের দাম ৫০০০ থেকে ৫,৫০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। এই সোলার প্যানেল দিয়ে অনেক ভালো এবং এর মাধ্যমে আপনি দুইটি লাইট একটি ফ্যান একটি ছোট ফ্যান ও একটি মোবাইল চার্জ দিতে পারবেন। প্রায় ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ দিবে। এই ছোট্ট ৬৫ ওয়াট সোলার প্যানেল টি।

    ৬০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

    ৬০ ওয়াট সোলার প্যানেলের দাম  ৩৫০০ থেকে ৪৫০০ টাকা মধ্যেই পেয়ে যাবেন। প্রতি ওয়াট ৭০ থেকে ৭৫ টাকার মত পড়বে। এর মাধ্যমে আপনি একটি ছোট্ট ফ্যান এবং লাইট চালাতে পারবেন।

    ১০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

    ১০ ওয়াট সোলার প্যানেলের দাম ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে ১০ ওয়াট সোলার প্যানেলে আপনি সাধারণত একটি ছোট্ট ফ্যান এবং একটি লাইক ছাড়া আর কিছুই চালাতে পারবেন না। এবং এর ব্যাকআপ পাবেন মাত্র তিন থেকে চার ঘন্টা। চার্জ হতে এটি সময় নিবে প্রায় পাঁচ থেকে সাত ঘন্টা।

    মিনি সোলার প্যানেল এর দাম

    মিনি সোলার প্যানেল এর দাম ১০০ থেকে ২০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। এটি আপনি অনলাইনে কিনতে পারবেন, আবার অফলাইনে সরাসরি দোকানে গিয়েও কিনতে পারবেন। তবে আমার মতে আপনি দোকানে গিয়ে দামাদামি করে কিনলে লাভবান হবেন। কারণ সেখানে কিছুটা কম দাম পেতে পারেন।
    আর যদি অনলাইনে কেনেন সে ক্ষেত্রে আপনার অনলাইন রেট অনুযায়ী কিনতে হবে। আর সবচেয়ে বড় কথা হল মিনি সোলার প্যানেলগুলো একটু দেখেশুনেই নিতে হয়। কারণ এগুলো ঘন ঘন নষ্ট হয়ে যায়। এর মাধ্যমে আপনি মোবাইল চার্জ করতে পারবেন।

    রহিম আফরোজ সোলার প্যানেলের দাম

    রহিম আফরোজ ১০০ ওয়াট সোলার প্যানেলের দাম ২০ হাজার টাকা। এর ব্যাটারির দাম পড়বে ৩৫০০ টাকা। তবে এই সোলার সিস্টেম নিজে বানালে অনেক কম দামে বানাতে পারবেন। সেখানে আপনার খরচ হবে প্রায় ১০,০০০-১২,০০০ টাকার মত। তাই বুদ্ধিমানের কাজ হল, রেডিমেড না কিনে নিজে বানানো উচিত। 
    সে ক্ষেত্রে আপনার ১০০ ওয়াট প্যানেলে ব্যাটারি কিনতে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ হবে। আর সেই ১০০ ওয়ার্ড প্যানেল টি কিনতে 5000 টাকা খরচ হবে এই মোট সাড়ে ৯ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যেই আপনি খুব ভালো মানের সোলার প্যানেল বানাতে পারবেন।

    সোলার প্যানেল কোনটা ভালো

    সমস্ত ধরণের প্যানেলের মধ্যে, স্ফটিক সৌর প্যানেলের সর্বোচ্চ দক্ষতা রয়েছে । মনোক্রিস্টালাইন প্যানেলের দক্ষতার রেটিং 20% এর বেশি। PERC প্যানেলগুলি তাদের প্যাসিভেশন স্তরের জন্য অতিরিক্ত 5% দক্ষতা যোগ করে। পলিক্রিস্টালাইন প্যানেল 15-17% এর মধ্যে কোথাও ঘোরাফেরা করে।

    সোলার প্যানেল এর সুবিধা

    সোলার প্যানেলের অনেক সুবিধা রয়েছে। কারণ এর মাধ্যমে বিদ্যুৎ যেমন উৎপন্ন করা যায়, তেমনি পরিবেশেও কোন ক্ষতি হয় না। তেমনিভাবে বিদ্যুতের অপচয়ও রোধ করা যায়। সোলার প্যানেল সম্পূর্ণ পরিবেশবান্ধব। এই সোলার প্যানেল সাধারণত সূর্যের আলোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। 
    যার ফলে পরিবেশের কোন ক্ষতি হয় না এবং এটি দীর্ঘমেয়াদি ও সাশ্রয়ী। সোলার প্যানেল আমাদের শক্তির চাহিদা মেটানোর সময় গ্রীনহাউজ গ্যাস নির্গত করে না।  তাই মানব জীবনে সৌর প্যানেল বা সোলার প্যানেল পরিবেশ বান্ধব।

    সোলার ওয়ানেল এর অসুবিধা 

    যে জিনিসের সুবিধাও রয়েছে, সেই জিনিসের অসুবিধা রয়েছে। তেমনি ভাবে সোলার প্যানেলের ও অসুবিধা রয়েছে। সোলার প্যানেলের মূল অসুবিধা হলো এটি আমাদের প্রচুর জমি দখল করে রাখে। বিশেষ করে যেসব দেশে জ্বালানি খাত দুর্বলভাবে বিকশিত, সেখানে এর ইনস্টলেশন খরচ সাধারণত বেশি হয়। তাছাড়া এটি সম্পূর্ণরূপে সূর্যের উপর নির্ভর করে। যখন সূর্যের আলো থাকবে না তখন সোলার প্যানেল ব্যবহারকারীদের জন্য বিদ্যুৎ থাকবে না।

    শেষ কথা:-

    সোলার প্যানেলের দাম ২০২৩, সম্পর্কে আপনারা আশা করছি ভাল রকমের একটি ধারণা পেয়ে গিয়েছেন। আমি সোলার প্যানেলের যত রকম দাম রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করেছি। এর পাশাপাশি সোলার প্যানেলের সুবিধা ও অসুবিধা সম্পর্কেও আলোচনা করেছি। 
    এবং কোন সোলার প্যানেলটি নিলে আপনার জন্য ভালো হবে সেটিও আলোচনা করে দিয়েছি। এরপরেও যদি আপনাদের কোন রকম সন্দেহ বা অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। কারণ আপনার ওই মূল্যবান মতামতের কারণেই আমি অনেক মোটিভেট হই।

    আপনার জন্য আরোঃ

    • রিয়েল মি 11 Pro দাম বাংলাদেশ 
    • রিয়েলমি c55 বাংলাদেশ প্রাইস
    • আজকের সরিষার বাজার দর 
    • স্টিলের আলমারি দাম | কাঠের আলমারি ডিজাইন ছবি
    • RFL পানির ফিল্টার দাম | পানির ফিল্টারের দাম কত 2023
    • প্রেসার কুকার এর দাম ২০২৩ | প্রেসার কুকার price in bangladesh
    • রাউটার দাম কত ২০২৩ | ৫০০ টাকার রাউটার
    • আর এস খতিয়ান অনুসন্ধান | খতিয়ান অনুসন্ধান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleবসুন্ধরা টিস্যু দাম | toilet tissue price in bangladesh
    Next Article vision charger fan price in bangladesh 2023 | charger fan price in BD
    Monir Hossain

    Related Posts

    টেলিটক নাম্বার দেখার উপায় ২০২৫ – Teletalk Number Check Code

    December 28, 2024

    Xiaomi Redmi Note 12 Pro Price in Bangladesh

    August 21, 2023

    Xiaomi Redmi Note 12 Price in Bangladesh

    August 18, 2023

    1 Comment

    1. Tanmoy Dutta on June 25, 2023 3:45 pm

      Nice

      Reply
    Leave A Reply Cancel Reply

    Search
    BrandsView All
    • Samsung
    • Apple
    • Nokia
    • HTC
    • Sony
    • LG
    • Motorola
    • QMobile
    • Dell
    • Huawei
    • Oppo
    • Nikon
    • Xiaomi
    • Realme
    • Vivo
    Show More Brands
    Latest Posts

    Iran is rebuilding war-damaged missile factory

    September 25, 2025

    NCP Leader Akhtar Attacked with Eggs, Harassed by AL Activists in New York

    September 23, 2025

    The series that caused a stir around the world won the Emmys

    September 16, 2025

    New Software Name Qugafaikle5.7.2: Performance, Security, and Installation Tips

    September 13, 2025

    Arm’s new chip design to run AI features on phones without internet

    September 11, 2025
    Categories
    • Apps
    • Business
    • Digital Marketing
    • Education
    • English Item
    • Games
    • Gemas
    • Gold Price Bangladesh
    • Health
    • Jewelry
    • Law
    • Mobile Phones
    • News
    • others
    • Pet
    • Sports
    • Status & Quotes
    • Technology
    • Tips
    • অন্যান্য পণ্য
    • ইসলামিক
    • খাবার পণ্য
    • খেলাধুলা
    • জব সার্কুলার
    • প্রযুক্তিপণ্য
    • লেখাপড়া
    • সরকারি বিবিধ
    BDitbari. © Copyright 2023, All Rights Reserved
    • Privacy Policy
    • About Us
    • Contact Us
    • Terms And Condition

    Type above and press Enter to search. Press Esc to cancel.