সিলিং ফ্যান প্রাইস ইন বাংলাদেশ, আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকপাঠিকা। আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সামনে সিলিং ফ্যান বাংলাদেশ প্রাইস কত? বিভিন্ন ব্র্যান্ডের সিলিং ফ্যানের দাম সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোন ফ্যানটা নেয়া আপনার জন্য অনেক বেশি ভালো হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে বাংলাদেশে সিলিং ফ্যানের প্রাইস সম্পর্কে জেনে নেওয়া যাক।
বর্তমানে বাংলাদেশের যে পরিমাণে গরম পড়েছে! তা বলার বাহিরে। বর্তমানে বাংলাদেশের গড় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে। যা বাংলাদেশের ইতিহাসে কখনো দেখা যায়নি। এই প্রচন্ড গরমে বর্তমানে বাংলাদেশে লোডশেডিং এর সমস্যা ও দেখা দিয়েছে। এই সমস্ত চোরাই উত্তরায় পার হয়ে বাংলাদেশের মানুষ এখন সিলিং ফ্যান এর ব্যবহার বাড়িয়ে দিয়েছে। কারণ গরম পড়লে সাধারণত ফ্যানের ব্যবহার বেশি হবে এটাই স্বাভাবিক।
আর এই সময় মানুষ সিলিং ফ্যান কিনতে চাচ্ছে। অনেকেই গুগলে সার্চ করছে সিলিং ফ্যান প্রাইস ইন বাংলাদেশ, বিভিন্ন ব্র্যান্ডের সিলিং ফ্যানের নাম দিয়ে সার্চ করে যেমন ছোট সিলিং ফ্যানের দাম কত?, শরিফ সিলিং ফ্যান এর দাম কত ইত্যাদি। সেই ফ্যানের দাম সম্পর্কে একটু আইডিয়া জেনারেট করে নিচ্ছে। কিন্তু অনেকেই সঠিক তথ্য খুঁজে পাচ্ছে না। তাই তাদের জন্য আজকের এই আর্টিকেলটি আমি লিখছি। কারণ আপনাদেরকে সঠিক এবং নির্ভুল তথ্য দেওয়ায় আমার মূল কর্তব্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পোস্টে চলে যাওয়া যাক।
আরও পড়ুন:-
বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের সিলিং ফ্যানঃ
বাংলাদেশের বিভিন্ন রকমের কোম্পানি রয়েছে, যারা বাংলাদেশের বাজারে সিলিং ফ্যান বিক্রি করে থাকে। তার মধ্যে অন্যতম কয়েকটি বড় বড় কোম্পানির নাম নিচে উল্লেখ করছি।
- গাজী সিলিং ফ্যান
- ওয়ালটন সিলিং ফ্যান
- জিএফসি সিলিং ফ্যান
- বিআরবি সিলিং ফ্যান
- ক্লিক সিলিং ফ্যান
- আরএফএল সিলিং ফ্যান
- ন্যাশনাল সিলিং ফ্যান
- যমুনা সিলিং ফ্যান
- ভিশন সিলিং ফ্যান
- সিঙ্গার সিলিং ফ্যান
- প্রদীপ সিলিং ফ্যান
- সাকুরা সিলিং ফ্যান ইত্যাদি।
বাংলাদেশে বর্তমানে এইসব কোম্পানিগুলো যারা সিলিং ফ্যান বিক্রি করে থাকে। আমি প্রত্যেকটি সিলিং ফ্যানের সবগুলো সাইজের ফ্যানের দাম সম্পর্কে নিম্নে আলোচনা করছি। আশা করছি আপনাদের উপকারে আসবে।
সিলিং ফ্যান প্রাইস ইন বাংলাদেশ
২০২৩ সালে এসে বাংলাদেশের বাজারে প্রত্যেকটি ব্র্যান্ডের সিলিং ফ্যান এর দাম বৃদ্ধি পেয়েছে। সবগুলো ব্র্যান্ডের সিলিং ফ্যান শতকরা ২০% দাম বাড়িয়েছে। শুধু যে সিলিং ফ্যানের দাম বেড়েছে তা নয়। বাংলাদেশে এখন বর্তমানে সব পণ্যেরই দাম আকাশচুম্বি। কিন্তু তবুও আমাদেরকে এই চড়া দাম উপেক্ষা করে সবকিছু কিনতে হচ্ছে। কারণ আর যাই হোক বেঁচে থাকতে হবে। তো চলুন ওয়ালটন সিলিং ফ্যান, ছোট সিলিং ফ্যান, চার্জার সিলিং ফ্যান ইত্যাদির দাম সম্পর্কে।
গাজী সিলিং ফ্যানের দাম
ব্র্যান্ডের নাম | ফ্যানের মডেল/সাইজ | ওয়ারেন্টি/গ্যারান্টি | ফ্যানের মূল্য |
গাজী | গাজী ক্লাসিক/৫৬ ইঞ্চি | পাঁচ বছর | ২৬৫০ টাকা |
গাজী | গাজী ক্লাসিক/৩৬ ইঞ্চি | পাঁচ বছর | ২২০০ টাকা |
গাজী | গাজী ক্লাসিক/৪৮ ইঞ্চি | পাঁচ বছর | ২৩৫০ টাকা |
গাজী | গাজী ক্লাসিক/২৪ ইঞ্চি | পাঁচ বছর | ১৬৫০ টাকা |
গাজী সিলিং ফ্যান কেমন?
গাজী গ্রুপ বাংলাদেশে অনেক বছর থেকে রাজত্ব করছে। এই ব্যান্ডের ফ্যানগুলো বেশ ভালো হয়ে থাকে। সবচেয়ে বেশি ভালো ক্লাসিক ফ্যানগুলো। গাজী ক্লাসিক মডেলের যতগুলো ফ্যান রয়েছে সবগুলোর গতি বেশ ভালো। তবে ইঞ্চি ভেদে গতির তারতম্য রয়েছে। অনেক রঙের ফ্যান রয়েছে। ইচ্ছা মতো বাছাই করে নিতে পারবেন।
সবগুলো সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি। এবং এখানে শক্তি খরচ হয় ইঞ্চি ভেদে। যেমন ৫৬ ইঞ্চি সিলিং ফ্যানের শক্তি খরচ হয় ৯০ ওয়াট। আর ওয়ারেন্টি তো পাঁচ বছরের পেয়ে যাচ্ছেন। তবে আগে এর দাম অনেক কম ছিল। এখন বর্তমানে দাম কিছুটা বেড়েছে গুলো নিতে পারেন।
ওয়ালটন সিলিং ফ্যানের দাম
ওয়ালটন লিলি সিলিং ফ্যান | ৫৬ ইঞ্চি | ১০ বছরের ওয়ারেন্টি | মূল্য ৩৬৭৩০ টাকা। |
ওয়ালটন WCF5605 | ৫৬ ইঞ্চি | ১০ বছরের ওয়ারেন্টি | মূল্য ৩৬৩০ টাকা |
walton গ্লোরিয়া ফ্যান | 1250 mm | ১০ বছরের ওয়ারেন্টি | মূল্য ৬২৩০ টাকা |
ওয়ালটন কমফোর্ট সিলিং ফ্যান | ৪৮ ইঞ্চি | ১০ বছরের ওয়ারেন্টি | মূল্য ৫৪৯০ টাকা। |
ওয়ালটন WCF5601 EM | ৫৬ ইঞ্চি | ১০ বছরের ওয়ারেন্টি | মূল্য ২৬০০ টাকা |
ওয়ালটন ওয়াল ফ্যানের দামঃ
ওয়ালটন ওয়াল ফ্যান এর দাম বর্তমানে ২৪০০ টাকা থেকে ২৮০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ওয়াল ফ্যানগুলো বেশ ভালো এবং এর বড় সুবিধা হচ্ছে এটি রিমোট দ্বারা পরিচালনা করা যায়। এর পাশাপাশি এই ফ্যানের হাওয়া অনেক ভালো। বেশ কিছু ভালো ভালো ফিচারস রয়েছে। ১৬ ইঞ্চি এই ফ্যানগুলো এই ফ্যানগুলোর ফ্রিকোয়েন্সি ৫০ হার্জ, ইনপুট পাওয়ার ৫০ ওয়াট, এবং স্পিড ১২২০ আরপিএম।
আরও পড়ুন:-
ওয়ালটন Pedestal ফ্যান দামঃ
ওয়ালটনের প্যাডস্টাইল ফ্যানের দাম অ্যাভারেজ এ ২ থেকে ৬ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। এই ফ্যানগুলো বেশ টেকসই এবং মজবুর। এর প্যাসিফিকেশন বলতে গেলে এর ফ্রিকোয়েন্সি ৫০ হার্জ। ইনপুট পাওয়ার ১৭০ ওয়ার্ড। একটি পাখার মধ্যে পাঁচটি ব্লেড আছে। বিভিন্ন কালারের অ্যাভেলেবেল রয়েছে। বর্তমানে ১২% অফ রয়েছে।
চাইলে এই সময় কিনতে পারেন। একটি স্ট্যান্ড থাকবে। ওয়ারেন্টি দুই বছরের। এই ফ্যানের স্পিড ৯০০ আরপিএম। পাওয়ার কমা বাড়া করতে পারবেন। এই ফ্যানের সাইড ৬০০ এম.এম।
ওয়ালটন টর্নেডো ফ্যানের দাম
ওয়ালটন টর্নেডো ফ্যানের দাম ৮০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত রয়েছে। ফ্যান গুলো বেশ ভালো এবং অনেক দ্রুত গতি সম্পন্ন। ফ্যানগুলোতে এক্সট্রা কিছু ফিচার রয়েছে যেগুলো আপনাকে অনেক মনোমুগ্ধ করবে। ২৫০ এমএম সাইজ এর এই ফ্যানটির অনেক গুলো কালার পেয়ে যাবেন। ফ্রিকোয়েন্সি ৫০ হার্জ, ইনপুট পাওয়ার ৬৫ ওয়াট,ভোল্টেজ ২২০V.
ওয়ালটন টেবিল ফ্যানের দাম
ওয়ালটনের টেবিল ফ্যানগুলো রিমোট কন্ট্রোল এই ফ্যানগুলোর ফ্রিকুয়েন্সি রেট ৫০ হার্জ, ইনপুট পাওয়ার ৫০ ওয়াট, এবং আকাশী কালার এবং সাদা কালারের ছাড়াও আরো অনেকগুলো কালারের কালেকশন রয়েছে। 16 ইঞ্চি এই টেবিল ফ্যানটি আপনি চাইলে স্পিড কমা বাড়া করে করে চালাতে পারবেন।
এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে 24 মাসের ওয়ারেন্টি এবং ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি এই ফ্যানটিতে পাবেন। আর বর্তমানে 20% ডিসকাউনে আপনারা এই টেবিল ফ্যানগুলো কিনতে পারেন। ওয়ালটনের যে কোন শোরুম থেকে।
ওয়ালটন নেট ফ্যানের দাম
ওয়ালটন নেট ফ্যানের দাম মাত্র ৮০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। ১৮ ইঞ্চি ১৬ ইঞ্চি দুই ধরনের রয়েছে। এই গুলো জালি ফ্যান নামেও পরিচিত। অনেক স্পিডে ঘুরে জন্য এই ফ্যানগুলোকে বাংলাদেশের মানুষরা টর্নেডো ফ্যান নামেও চিনে। এর ফ্রিকুয়েন্সি রেট ৫০ হার্জ, ইনপুট পাওয়ার ৫০ ওয়াট, 220 ভোল্ট। সাথে পাচ্ছেন ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি।
জিএফসি ফ্যানের দাম
৫৬ ইঞ্চি জিএফসি সিলিং ফ্যানের দাম ৪,৮০০ টাকা।
জিএফসি সিলিং ফ্যানের দাম ৩৬ ইঞ্চি | ২২০০ টাকা |
জিএফসি সিলিং ফ্যানের দাম ৪৮ ইঞ্চি | ২৩৫০ টাকা |
জিএফসি সিলিং ফ্যানের দাম ৫৬ ইঞ্চি | ২৬৫০ টাকা |
এটির ব্র্যান্ড জিএফসি। পাখার সাইজ ৪৮ ইঞ্চি, এবং ৯০ ওয়াট এর ইনপুট পাওয়ার। পাশাপাশি ফ্রিকোয়েন্সি রেট ৫০ হার্জ, আর গতি ০.০৯, ওয়ারেন্টি পাবেন তিন বছরের এবং ৩৬ ইঞ্চি ফ্যানটির ভোল্টেজ ২২০ ভোল্ট, উচ্চতর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি।এছাড়াও ১০০% বিশুদ্ধ কপার ও ইস্পাতের শিট দিয়ে তৈরি করা হয়েছে এই ফ্যানগুলো। ডিজাইনের দিক দিয়ে রাজকীয় ভাব রয়েছে। যা দেখতে অনেক সুন্দর লাগে।
ভিশন সিলিং ফ্যানের দাম ২০২৩
সুপারস্টার সিলিং ফ্যান দাম ২০২৩
ন্যাশনাল সিলিং ফ্যান দাম ২০২৩
যমুনা সিলিং ফ্যান দাম ২০২৩
ক্লিক সিলিং ফ্যান দাম ২০২৩
সাকুরা সিলিং ফ্যান দাম ২০২৩
বিআরবি ফ্যানের দাম
- দাম: ২,৮০০ টাকা, ৩,২০০ টাকা
- মডেল: বিআরবি লাভলী
- ফলক উপাদান: অ্যালুমিনিয়াম ফলক
- গতি: 300-320 RPM
- পাওয়ার খরচ: 70-75 ওয়াট
- ব্লেডের আকার: 56 ইঞ্চি
- রঙ উপলব্ধ: অফ-সাদা
- ওয়ারেন্টি: 1 বছর
- দাম: ৩,১৫০ টাকা
- ব্র্যান্ড: বিআরবি
- পণ্যের ধরন: সিলিং ফ্যান
- আকার: 56 (1400 মিমি)
- সম্পর্কিত গতি: 320rpm/300rpm
- সম্পর্কিত ভোল্টেজ: 220v
- বিদ্যুৎ খরচ: 70w / 75w (প্রায়)
- BRB সিলিং ফ্যান 56 ইঞ্চি সুদৃশ্য
- 7 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি
শেষ কথাঃ-
সিলিং ফ্যান প্রাইস ইন বাংলাদেশ, আশা করছি আপনারা বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের সিলিং ফ্যানের দাম সম্পর্কে জেনে গিয়েছেন। এরপরেও যদি আপনাদের কোন রকম সন্দেহ থেকে থাকে, তাহলে আমি উপরে একটি ভিডিও দিয়ে রেখেছি, সেই ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন। সেখানে সকল ব্র্যান্ডের সিলিং ফ্যানের দাম সম্পর্কে আরো বিস্তারিতভাবে বলা আছে। আর পোস্টটি যদি আপনার এতটুকু পরিমাণে উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি মতামত করে আমাদেরকে জানিয়ে দেবেন।
আপনার জন্য আরওঃ
- রিয়েল মি 11 Pro দাম বাংলাদেশ
- রিয়েলমি c55 বাংলাদেশ প্রাইস
- আজকের সরিষার বাজার দর
- স্টিলের আলমারি দাম | কাঠের আলমারি ডিজাইন ছবি
- RFL পানির ফিল্টার দাম | পানির ফিল্টারের দাম কত 2023
- প্রেসার কুকার এর দাম ২০২৩ | প্রেসার কুকার price in bangladesh
- রাউটার দাম কত ২০২৩ | ৫০০ টাকার রাউটার
- আর এস খতিয়ান অনুসন্ধান | খতিয়ান অনুসন্ধান