কোরবানির গরুর দাম ২০২৩, প্রিয় পাঠক,
আসছে ঈদ উল আযহা উপলক্ষে গরু ক্রয় বিক্রয় চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ঈদ যত ধনী আসতেছে সবার মাঝে গরু কেনার চাহিদা ততই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের মাঝে অনেকেই গরুর সঠিক দাম সম্পর্কে ধারণা নেই। তাই আপনারা অনেকেই গুগলে খোঁজাখুঁজি করতেছেন গরুর সঠিক দাম সম্বন্ধে। কিন্তু সঠিক তথ্য পাচ্ছেন না আপনারা যদি আমাদের এই পোস্টটি ভালোভাবে পড়েন সে ক্ষেত্রে বর্তমানে গরুর বাজার সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারে । বর্তমান বাজারে গরুর সঠিক দাম জানতে আমাদের এই পোস্টটি পড়লে আপনার যথেষ্ট কাজে লাগবে। খাসির মাংস দাম ২০২৩কোরবানি গরুর দাম ২০২৩
যেগুলো গরুর দাম নির্ভর করে তার দেহের গঠন আকৃতি এবং জাতির ভিত্তিতে। এছাড়াও আরো কিছু জিনিস রয়েছে যেগুলোর ফলে গরুর দামের কম বেশি হয়ে থাকে। এটা নির্ভর করে আপনি কোন হাট থেকে গরু কিনতেছে সেটার উপর আমি এই পোষ্টির মাধ্যমে আপনাদেরকে সম্ভাব্য একটি দাম সম্পর্কে ধারণা দিব। যাতে হচ্ছে আপনার যদি একদম শুন্য অভিজ্ঞতা থাকে তাও একটা ভালো পরিমাণ পাবেন।
শাহীওয়াল গরুর দাম ১ লাখ ৩০ হাজার টাকা
দেশী ব্রিড লাল গরু দাম ১ লাখ ১৯ হাজার টাকা
বাংলাদেশী বিট লাল শাহীওয়াল গরুর দাম এক লাখ সত্তর হাজার টাকা
বাংলাদেশী বিট লাল শাহীওয়াল গরু ৩১০ কেজির দাম ১ লাখ ৪৭ হাজার টাকা
শাহীওয়াল ২৩০ কেজি লাল গরুর দাম ১ লাখ ১০ হাজার টাকা
বাংলাদেশী পিওর ব্রিড শাহীওয়াল গরু দাম ১ লাখ ৪৩ হাজার টাকা
বাংলাদেশী পিওর ব্রিড শাহীওয়াল লাল গরু ২৭০ কেজির দাম ১ লাখ ২৮ হাজার টাকা
বাংলাদেশী পিওর ব্রিড শাহীওয়াল লাল গরু ২৬৫ কেজির দাম ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা
গরুর দাম কোথায় কম
বাংলাদেশের সবচেয়ে কম দামে গরু পাওয়া যায় আশুগঞ্জ , ব্রাহ্মণবাড়িয়া এছাড়াও আপনি কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ি ,বড়বাড়ি, যাত্রাপুর এই ধরনের বর্ডার এলাকাভুক্ত হাট গুলোতে সবচেয়ে কম দামে গরু কিনতে পারবেন রাধুনি মাংসের মসলা দাম
গরুর হাটের তালিকা
চট্টগ্রাম জেলার সবচেয়ে বৃহত্তম হাট বিবির হাট এই হাটি বসে শনিবার ও মঙ্গলবার
এরপর রয়েছে সাগরিকা এই আটটি বসে বৃহস্পতিবার ও সোমবার
হাটহাজারী স্টেশন বাজার বসে বৃহস্পতিবার
মিরসরাই মিঠাচারা বাজার বসে বৃহস্পতিবার
অন্যান্য বড় হাট টাঙ্গাইল জেলায় মির্জাপুর দেওঘাটায় মঙ্গলবার সবচেয়ে বড় হাট বসে-এবং গাভী পাওয়া যায়
এছাড়াও কুমিল্লার চন্দনাহাটে প্রচুর পরিমাণে বাছুর ও গাভী সার পাওয়া যায়-হাটটি বসে শনিবার এবং মঙ্গলবার
হাটবার ও হাটের নামঃ
1. টাঙ্গাইল এর মির্জাপুর দেওহাটায় প্রতি মঙ্গলবারে বড় গরুর হাট হয়, উন্নত জাতের গাভী এবং বাছুর পাওয়া যায় এই হাটে ।
2. কুমিল্লার চান্দিনা তে শনি ও মঙ্গালবার হাট, ষাঁড় গরু বেশী উঠে।
3. নোয়াখালি, রামগঞ্জ। সোনাপুর বাজার অনেক দেশী গরুর সমাহার।
4. মিটাপুকুর থানা, জেলা রংপুর, বৈরাতি হাট, বিশাল গরুর হাট। হাটবার শনিবার মঙ্গলবার, বেশীরভাগ দেশী গরু পাওয়া যায়।
5. চাপারহাট সোম এবং শুক্র বার।
6. গাজীপুর কাপাসিয়া থানা আমরাইদ হাট প্রতি মঙ্গলবার।
7. রাজবাড়ী জেলা প্রতি রবি ও বৃহঃস্পতি বার বিশাল গরুর হাট।
8. গোবিন্দগঞ্জ (গোলাপবাগ) হাট প্রতি রবি ও বৃহস্পতিবার হাট। দেশি বিদেশি গরু পাওয়া যায়।
9. আশুলিয়া হাট প্রতি বুধবার।
10. নাটুয়ারপাড়া হাট। হাটবার প্রতি সপ্তাহের শনিবার।
11. ঝিনাইদহ জেলার ভাটই বাজার, প্রতি রবিবার, দেশি গরু পাওয়া যায়।
12. নেত্রকোনার সিধলি বাজার, শুধুমাত্র সোমবার , অনেক দেশি গরু পাওয়া যায় ৷
13. সুনামগঞ্জ জেলার ধরমপাশায় বিশাল হাট। হাটবার প্রতি বৃহস্পতিবার, নেত্রকোনা থেকে ৩২ কিলোমিটার।
14.
নরসিংদীতে শনিবারে “পুটিয়া” নামক জায়গায় গরুর হাট বসে।
জংলী শীবপুর, রায়পুরা, নরসিংদী (রবিবার)। বেলাবো,নরসিংদী (শুক্রবার)। নারায়নপুর, বেলাবো,নরসিংদী (নারায়ণপুর, বেলাব, নরসিংদী’র হাট শনি ও মঙ্গলবার বসলেও গরুর হাট কেবল মঙ্গল বার)) পোড়াদিয়া, বেলাবো, নরসিংদী (বৃহস্পতিবার) শ্রীরামপুর, রায়পুরা, নরসিংদী (সোমবার)।
15. কুষ্টিয়ার ভাদালিয়া হাট,শনিবারে
16. সাতক্ষীরা জেলার অন্যতম বৃহৎ পশুর হাট দেবহাটা উপজেলার পারুলিয়া।
17. চান্দাইকোনা, শেরপুর, বগুড়া প্রতি মঙ্গলবার।
18. জয়পুরহাট জেলা হাট, শনিবার, পাঁচবিবি, জয়পুরহাট মঙ্গলবার
19. গোবিন্দাসী টাঙ্গাইল যমুনা ব্রিজের কাছে।
20. সাগরীকা চট্রগাম, বৃহস্পতিবার।
21. হাতিরদিয়া নরসিংদী রবিবার।
22. পুটিয়াহাট, শিবপুর, নরসিংদী।
23. বনানী হাট। সোমবার,,শুক্রবার। বগুড়া, সদর।
24. ওমরপুর হাট নদীগ্রাম বগুডা । এখানে অনক অল্প দামে ষার পাওযা যায।
25. গাইবান্ধা গরুর হাট গাইবান্ধা বাজার, ইসলামপুর, জামালপুর। হাট বার : সোম ও শুক্র
26. গজারিয়ায় শুধুমাত্র মঙ্গলবার হাট বসে ।
27. নওগাঁ,তাড়াশ,সিরাজগঞ্জ। বৃহস্পতিবারে হাট বসে।
28. এনায়েত পুর, সিরাজগঞ্জ। শুক্রবার হাট বসে, দেশি গরু বেশি পাওয়া যায়। কিছু ইন্ডিয়ান এবং নেপালি গরু ও পাওয়া যায়।
29. ডাকুমারা, শিবগঞ্জ (রবিবার)।
30. মহাস্তান হাট (বুধবার)।
31. ধাপের হাট, দুপচাচিয়া, বগুড়া। হাটবার প্রতি রবিবার ও বৃহস্পতিবার।
32. মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ (শনিবার)।
33. ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা। হাটবার প্রতি মঙ্গলবার।
34. আরিচা হাট প্রতি শুক্রবার ও মঙ্গলবার। (আরিচা হাট থেকে গরু ক্রয় করার কিছু সুবিধা
আছে। এই গরুগুলো বেশিরভাগ আসে চর এলাকা হতে। গরুগুলো শুধুমাত্র চরের ঘাস খাওয়ায়
অভ্যাস্ত। চরের এই গরুগুলো মোটাতাজা করন প্রকল্পের জন্য বেশ সুবিধাজনক।)
গরুর দাম ২০২৩
গরুর দাম ২০২৩
> পশুটি দেখতে হবে সুন্দর;
> নিখুঁত বা দোষত্রুটি মুক্ত;
> অধিক গোশত সম্পন্ন এবং
> হৃষ্টপুষ্ট। এক কথায় প্রথম দেখায় যা পছন্দ হয়ে যায়।
কোরবানির পশু দোষ-ত্রুটিমুক্ত হওয়ার জন্য নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনাও রয়েছে। হাদিসে এসেছে-
হজরত বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন আর আমার হাত তাঁর হাতের চেয়েও ছোট, তারপর বললেন, ৪ ধরনের পশু, যা দিয়ে কোরবানি করে তা জায়েজ হবে না। তাহলো-
১. অন্ধ : যে গরু চোখে দেখতে পায় তা স্পষ্ট।
২. রোগাগ্রস্ত : রোগ-বালাইয়ে আক্রান্ত হওয়ার বিষয়টি স্পষ্ট।
৩. পঙ্গু : যে পশু হাটাচলা করতে পারে না। এবং
৪. আহত : যার কোনো অঙ্গ ভেঙে গেছে তা স্পষ্ট।
হাদিস গ্রন্থ নাসাঈতে ‘আহত পশুর স্থলে ‘পাগল’উল্লেখ করা হয়েছে। (তিরমিজি, নাসাঈ) হাদিসের অন্য বর্ণনায় এসেছে যে, এ সব পশু দ্বারা কোরবানি করলে তার কোরবানি পরিপূর্ণ হবে না।
তাই পশু কেনার সময় উল্লেখিত বিষয়গুলো খেয়াল করতে হবে। যাতে কোনো ভাবেই হাদিসে নিষেধ এমন পশু কোরবানির জন্য ক্রয় করতে না হয়। ঘানি ভাঙা সরিষার তেল দাম
কোরবানির পশুর বয়স
ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোরবানির পশুর বয়সের দিকেও বিশেষ খেয়াল রাখতে হবে। আর তাহলো-
১. উট : কোরবানির সময় উটের বয়স ৫ বছর হতে হবে। সহজে উট বা উষ্ট্রী পাওয়া গেলে তা যেন ৫ বছরের নিচে না হয়।
২. গরু-মহিষ : কোরবানির সময় গরু বা মহিষের বয়স ২ বছর হতে হবে।
৩. ছাগল, ভেড়া, দুম্বা : কোরবানির জন্য ছাগল, ভেড়া ও দুম্বার ১ বছর বয়সের হতে হবে।
তবে কোনো পশু যদি দেখতে ৫, ২ ও ১ বছর বয়স না হয়; কিন্তু দেখতে ৫, ২ ও ১ বা তার চেয়েও বেশি বলে মনে হয়। অর্থাৎ দেখতে নাদুস-নুদুস হয় তবে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে।
একান্তই যদি উল্লেখিত বয়সের কোনো পশু পাওয়া না যায়; তবে সে ক্ষেত্রে এরচেয়েও কম বয়সী পশু দ্বারা কোরবানি করা যাবে। হাদিসে এসেছে-
হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা অবশ্যই মুসিন্না (নির্দিষ্ট বয়সের পশু) কোরবানি করবে। তবে তা তোমাদের জন্য দুষ্কর (পাওয়া কষ্টকর) হলে ছয় মাসের মেষশাবক কোরবানি করতে পারবে। (মুসলিম)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর সন্তুষ্টি ও ভালবাসা অর্জনে ইসলামি শরিয়ত নির্ধারিত সুন্দর, উত্তম ও নির্ধারিত বয়সের পশু কোরবানি করার তাওফিক দান করুন। আমানি।
কোরবানির গরু কেনার নিয়ম
- কোরবানির গরু কিনতে যাওয়ার সময় অভিজ্ঞ কাউকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত, যিনি ভালো ও সুস্থ গরু সঠিক চিনতে পারেন।
- কোরবানির পশুর ক্ষেত্রে বয়স বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। গরুর ক্ষেত্রে বয়স কমপক্ষে দুই বছর হওয়া দরকার। সাধারণত এটা গরুটির দাঁত দেখে বুঝা যায়। সুস্থ পূর্ণবয়স্ক গরুর দাঁত দেখে ৫ বছর পর্যন্ত বয়স সনাক্ত করা যায় নিখুঁতভাবে। ২ বছর বয়সী একটি সুস্থ গরুর দু’টি স্থায়ী কর্তন দাঁত থাকে, ৩ বছর বয়সে চারটি, ৪ বছর বয়সে ছয়টি ও ৫ বছর বয়সে পুরো মুখে সর্বমোট আটটি স্থায়ী কর্তন দাঁত থাকে। দাঁতগুলো অক্ষত এবং দেখতে সুন্দর হয়।
- ছাগলের ক্ষেত্রে বয়স কমপক্ষে এক বছর হওয়া উচিত। উটের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছর ভেড়ার ক্ষেত্রে কমপক্ষে এক বছর বয়স হতে হবে, তবে ছয় মাস বয়সী ভেড়া যদি বড়সড় হয় অর্থাৎ যদি দেখতে এক বছর বয়সের মত দেখায় তাহলে সেই ভেড়া কোরবানি করা যাবে।
- দিনের আলো থাকতেই পশু কেনা ভালো। কেননা রাতের বেলায় পশু রোগাক্রান্ত নাকি সুস্থ তা ভালোভাবে বোঝা যায় না এবং বেশিরভাগ ক্ষেত্রে অসুস্থ গরু কেনার সম্ভাবনা থাকে।
- পশুর মুখের সামনে কিছু খাবার ধরে দেখুন। সুস্থ পশু হলে নিজ থেকে জিভ দিয়ে খাবার টেনে নিয়ে খেতে থাকবে। অসুস্থ পশু সচরাচর খাবার খেতে চায় না।
- পশুর নাকের দিকে লক্ষ করুন। সুস্থ পশুর নাকের উপরটা ভেজা ভেজা থাকে।
- গর্ভবতী গরু কোরবানি দেওয়া হারাম। তাই সবার আগে সেটা নিশ্চিত হয়ে নিন।
- সুস্থ পশুর পিঠের কুঁজ মোটা ও টান টান হয়।
- গরু কেনার ক্ষেত্রে দেশি গরু কেনা ভালো। কেননা সীমান্ত পার হয়ে আসা বাইরের গরুগুলো ভ্রমনের কারনে বেশ ক্লান্ত থাকে, অনেক সময় ছোট-খাট আঘাতপ্রাপ্তও হয়। আর এধরণের ঝিমাতে থাকা গরু সুস্থ নাকি অসুস্থ সেটা বোঝা বেশ কঠিন।
- সাধারনত বড় সাইজের গরুগুলোকে ইনজেকশন বা হরমোন ট্যাবলেট খাওয়ানো হয় বেশি। তাই কোরবানি করার জন্য বড় গরু না কিনে মিডিয়াম সাইজের গরু কেনা নিরাপদ।
- মোটা গরু মানেই সুস্থ বা ভালো গরু নয়। মোটা গরুতে চর্বি অনেক বেশি থাকে, যা খেলে পর মানুষের স্বাস্থ্যের ঝুঁকি অনেক বেড়ে যায়। আর অস্বাভাবিক মোটা গরু বিভিন্ন ঔষধ পুশ করে মোটাতাজাকৃত হতে পারে। তাই এধরণের গরু বর্জন করুন।
- শরীরে অতিরিক্ত পানি জমার কারণে হরমোন দেয়া গরু বেশি মোটা দেখায়। এদের গায়ে আঙ্গুল দিয়ে চাপ দিলে সেখানে দেবে গর্ত হয়ে থাকে অথবা সাথে সাথে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না।
- পশু কেনার আগে এর শরীরের কোথাও ক্ষত আছে কিনা পরীক্ষা করে নিন। শিং ভাঙ্গা আছে কিনা, লেজ, মুখ, দাঁত, খুর এসব কিছুই পরীক্ষা করে দেখুন, কোন খুঁত চোখে পড়ে কিনা।
এসব বিষয় খেয়াল করে কোরবানির পশু কিনলে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে বাঁচা সম্ভব।
আজকের গরুর মাংসের দাম ২০২৩
কলকাতায় গরুর মাংসের দাম
মহিষের মাংসের আজকের দাম ২০২৩
ছাগলের মাংসের দাম ২০২৩
আপনার জন্য আরওঃ
- রিয়েল মি 11 Pro দাম বাংলাদেশ
- রিয়েলমি c55 বাংলাদেশ প্রাইস
- আজকের সরিষার বাজার দর
- স্টিলের আলমারি দাম | কাঠের আলমারি ডিজাইন ছবি
- RFL পানির ফিল্টার দাম | পানির ফিল্টারের দাম কত 2023
- প্রেসার কুকার এর দাম ২০২৩ | প্রেসার কুকার price in bangladesh
- রাউটার দাম কত ২০২৩ | ৫০০ টাকার রাউটার
- আর এস খতিয়ান অনুসন্ধান | খতিয়ান অনুসন্ধান