এরোসল এর দাম, আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা। আশা করছি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদেরকে এরোসল স্প্রে দাম কত? সে সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দিব। এর পাশাপাশি আপনারা অনেকেই জানতে চান স্প্রে করার নিয়ম এবং এর ব্যবহার সম্পর্কে। এর পাশাপাশি আপনারা মশা মারার ওষুধের নামও জানতে চান।
আজকের এই ছোট্ট আর্টিকেলটা যদি আপনি পড়েন, তাহলে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে, আপনারা সমস্ত কিছু এই একটা আর্টিকেলের মধ্যেই পেয়ে যাবেন। এরপর আপনার আর কোন ডাউট থাকবেনা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের আর্টিকে প্রবেশ করা যাক।
প্রতিবছর এই বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহতা ব্যাপক হারে বাড়ে। সাধারণত এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়ে থাকে। আর এই জন্য বাংলাদেশের মানুষ এই মশার বিরুদ্ধে লড়াই করে টিকে থাকার জন্য অনেক পন্থা অবলম্বন করে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই অ্যারোসল ব্যবহার। এর মাধ্যমে অনায়াসেই ডেঙ্গু মশা সহ তেলাপোকা অন্যান্য কীটপতঙ্গ মারা যায়।
আরও পড়ুন :
এরোসল স্প্রে দাম কত | এরোসল এর দাম
এরোসল এর দাম সাধারণত নির্ভর করে ওজনের উপর। সবচেয়ে কম দামি এরোসল এর দাম ২৫০ টাকা। আর বাংলাদেশের অনেক ব্র্যান্ডের এরোসল রয়েছে। যার সাহায্যে আপনি মশা ও অন্যান্য কীটপতঙ্গ মারতে পারবেন।
এরোসলের দামটা শুরু হয় ২৫০ টাকা থেকে ৭৫০ টাকা পর্যন্ত। যেমন এসিআই এরোসলের দাম 450ml ৪০০ টাকা। এরপর বেইগন তেলাপোকা নিয়ন্ত্রক ৭৫০ টাকা ৫৭০ মিলিগ্রাম। রেড এনটি অ্যারোসল ২০০ মিলিগ্রাম আড়াইশো টাকা। এছাড়াও এসিআই অ্যারোসল 800 মিলিগ্রামের দাম ৪৮০ টাকা।
এসিআই এরোসল দাম
এসিআই মশামারের স্প্রের 250 মিলিগ্রামের দাম ২৫০ টাকা এবং ৩৫০ মিলিগ্রামের দাম 335 টাকা। 475 মিলিগ্রামের দাম ৪০০ টাকা। এবং ৮০০ মিলিগ্রামের দাম ৬০০ টাকা। এসিআই মশা মারার স্প্রে ৪৭৫ মিলিগ্রামের দাম ৩০০ টাকা। এছাড়াও আপনি একবারে একটি বান্ডিল কিনতে পারেন। এখানে প্রায় ২০ টার মত এরোসল দেওয়া থাকবে। সেটার দাম পড়বে প্রায় দুই হাজার টাকা।
কালা হিট দাম
কালাহিট ১২৫ মিলিগ্রামের দাম ২৪৫ টাকা। কালাহিক ২০০ মিলিগ্রামের দাম ২৮৫ টাকা। এবং কাল হিট ৩২০ মিলিগ্রামের দাম ৪০০ টাকা। কালাহির ৪০০ মিলিগ্রামের দাম পড়বে ৬০০ টাকা। ৬২৫ মিলিগ্রামের দাম পড়বে ৮০০ টাকা এবং ৭০০ মিলিগ্রামের দাম পড়বে এক হাজার টাকা। আর সবচেয়ে ছোট কালা হিট 40 মিলিগ্রামের দাম পড়বে মাত্র 125 টাকা।
লাল হিট এর দাম
লাল হিট ১২৫ মিলিগ্রামের দাম ১৪৫ টাকা। ২০০ মিলিগ্রামের দাম ২০০ টাকা এবং ৩৫০ মিলি দামের দাম ২৪৫ টাকা। এবং ৪০০ মিলিগ্রামের দাম পড়বে ৬০০ টাকা। এবং ৬২৫ মিলিগ্রামের দাম পড়বে ৮০০ টাকা এবং সর্বশেষ লাল হিট ৭০০ মিলিগ্রামের দাম পড়বে এক হাজার টাকা।
চায়না তেলাপোকা মারার ঔষধ
চায়না তেলাপোকা মারার ওষুধ এর নাম হল বরিক অ্যাসিড। এই বোরিক এসিডের মাধ্যমে ঘরোয়া উপায়ে যেকোনো তেলাপোকা মারতে পারবেন। ঘরের কোনে পাউডার অথবা ময়দা কিংবা চিনি মিশিয়ে সামান্য পরিমাণে ছেড়ে দিন। যেখানে যেখানে তেলাপোকার বাস রয়েছে সেখানে এগুলোকে ছিটিয়ে দিন। তাহলে দেখবেন কিছুক্ষনের পরেই সব তেলাপোকা নির্বংশ হয়ে যাবে।
তেলাপোকা মারার স্প্রে দাম
এসিআই মশামারের স্প্রের 250 মিলিগ্রামের দাম ২৫০ টাকা এবং ৩৫০ মিলিগ্রামের দাম 335 টাকা। 475 মিলিগ্রামের দাম ৪০০ টাকা। এবং ৮০০ মিলিগ্রামের দাম ৬০০ টাকা। এসিআই মশা মারার স্প্রে ৪৭৫ মিলিগ্রামের দাম ৩০০ টাকা। এছাড়াও আপনি একবারে একটি বান্ডিল কিনতে পারেন। এখানে প্রায় ২০ টার মত এরোসল দেওয়া থাকবে। সেটার দাম পড়বে প্রায় দুই হাজার টাকা। কালাহিট ১২৫ মিলিগ্রামের দাম ২৪৫ টাকা। কালাহিক ২০০ মিলিগ্রামের দাম ২৮৫ টাকা। এবং কাল হিট ৩২০ মিলিগ্রামের দাম ৪০০ টাকা। কালাহির ৪০০ মিলিগ্রামের দাম পড়বে ৬০০ টাকা। ৬২৫ মিলিগ্রামের দাম পড়বে ৮০০ টাকা এবং ৭০০ মিলিগ্রামের দাম পড়বে এক হাজার টাকা। আর সবচেয়ে ছোট কালা হিট 40 মিলিগ্রামের দাম পড়বে মাত্র 125 টাকা।
লাল হিট ১২৫ মিলিগ্রামের দাম ১৪৫ টাকা। ২০০ মিলিগ্রামের দাম ২০০ টাকা এবং ৩৫০ মিলি দামের দাম ২৪৫ টাকা। এবং ৪০০ মিলিগ্রামের দাম পড়বে ৬০০ টাকা। এবং ৬২৫ মিলিগ্রামের দাম পড়বে ৮০০ টাকা এবং সর্বশেষ লাল হিট ৭০০ মিলিগ্রামের দাম পড়বে এক হাজার টাকা।
এরোসল স্প্রে করার নিয়ম
এরোসল স্প্রে করার সবচেয়ে সঠিক নিয়ম হচ্ছে। প্রথমেই আপনাকে আপনার ঘরের দরজা-জানলা সবকিছু বন্ধ করে রাখতে হবে। এরপর ঘর থেকে সকলকে বেরিয়ে যেতে হবে এবং সম্পূর্ণ ঘরে কোনায় কোনায় স্প্রে করতে হবে। স্প্রে করার অন্তত দুই থেকে চার ঘন্টা পরে ঘরে ঢুকে তারপর সব জানালা দরজা খুলতে পারবেন।
অ্যারোসল এর ক্ষতিকর দিক
এরোসল মূল ক্ষতিকারক দিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে, বাতাসে এদের উপস্থিতি চোখ, নাক, গলা ইত্যাদির মধ্যে বিভিন্ন ব্যাধি সৃষ্টি করবে এবং ফুসফুসের মারাত্মক ক্ষতি সাধন করবে। এছাড়াও রক্তস্বল্পতা বা অ্যামিলিয়া, যকৃত, বৃক্ষ ও স্নায়ুতন্ত্রের ক্ষতিসাধন করতে পারে। এজন্য আপনাদেরকে অ্যারিস্টল স্প্রে করার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে।
শেষ কথা :
এরোসল এর দাম,এ ছোট আর্টিকেলটি আপনাদেরকে সঠিকভাবে আরসোলের দাম সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। এরপরও যদি আপনাদের কোন রকম সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামতের ওপর ভিত্তি করে আমরা পরবর্তীতে আপডেট দিব ধন্যবাদ সবাইকে।
1 Comment
এসিআই মশা মারার স্প্রে ৪৭৫ মিলিগ্রামের দাম ৩০০ টাকা।